কাউখালীতে পাহাড়ি ছাত্র পরিষদের আলোচনা সভা

কাউখালী প্রতিনিধি।। রাঙামাটির কাউখালীতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কাউখালী উপজেলা শাখার উদ্যোগে আজ রবিবার (২০ ফেব্রুয়ারি ২০২২) সকল জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘শপথবাক্য’ পাঠের নামে শিক্ষা প্রতিষ্ঠানে উগ্রজাতীয়তাবাদী ভাবধারা চলবে না ছাত্র সমাজ রুখে দাঁড়াও, কেবল ৫ ভাষা নয় সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকারসহ পিসিপি’র ৫ দফা বাস্তবায়ন কর’ এই স্লোগানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষষদ’র কাউখালী উপজেলা শাখা সভাপতি সুমন চাকমা।
পাহাড়ি ছাত্র পরিষদ কাউখালী উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চাকমার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সভায় আরো বক্তব্য রাখেন পিসিপি’র চট্টগ্রাম মহানগর শাখা সাধারণ সম্পাদক অমিত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী উপজেলা শাখা সভাপতি থুইনুমং মার্মা, সাংগঠনিক সম্পাদক ক্যথুই মার্মা, পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সতেজ চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কাউখালী উপজেলা শাখার সভাপতি পাইথুমা মার্মা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পাহাড়ি ছাত্র পরিষদের ধারাবাহিক আন্দোলনের ফলে সরকার বর্তমান সরকার চাকমা, মারমাসহ ৫টি জাতিসত্তার মাতৃভাষাকে প্রাথমিক শিক্ষা লেভেলে অন্তর্ভুক্ত করলেও বাকী অপরাপর জাতিসত্তাগুলোর ভাষা এখনো অন্তর্ভুক্ত করেনি। তারা শুধু ৫ জাতির মাতৃভাষায় নয়, সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক লেভেলে শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে অন্যায় দমনপীড়ন, ভুমি বেদখল, হত্যা, ধর্ষণের পাশাপাশি ভাষা, সংস্কৃতির আগ্রাসন চলছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ‘শপথ পাঠের’ নামে শিক্ষার্থীদের মধ্যে উগ্রবাঙালি জাতীয়তাবাদী ভাবধারা তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে একটি সার্কুলার জারি করা হয়েছে। এতেই প্রমাণ হয় সরকার সংখ্যালঘু জাতিসত্তাগুলোকে বাঙালি জাতীয়তা চাপিয়ে দেয়ার নানা চক্রান্ত অব্যাহত রেখেছে। তারা উক্ত সার্কুলার প্রত্যাহার করে শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন