কাউখালীতে যুব সমাজের মাঝে ইউপিডিএফের খেলার সামগ্রী বিতরণ

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
রাঙামাটির কাউখালীতে ইউপিডিএফের কাউখালী ইউনিটের উদ্যোগে ঘাগড়া ইউনিয়নের এলাকার যুব সমাজের মাঝে খেলার সামগ্রী (ভলিবল ও নেট) বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকালে “মাদকমুক্ত যুব সমাজ বিনির্মাণে এবং যুব সমাজের সামাজিক অবক্ষয় রোধে ফ্রি ফায়ারসহ জুয়া, গেইম আসক্তি নিবারণে শারিরীক ও মানসিক বিকাশে উৎসাহিত করতে একটি বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এই খেলার সামগ্রী বিতরণ করা হয় বলে জানা গেছে।

ঘাগড়া ইউনিয়নের তালুকদার পাড়া, রাঙ্গী পাড়া ও উল্টা পাড়া যুব সমাজের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন ইউপিডিএফ সংগঠক তারেক মারমা ও সদস্য কণিক বরণ চাকমা ও রাজু মারমা।
এ সময় গ্রামের ছাত্র ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, একই ইউনিয়নের পানছড়ি, ডেবাছড়ি, শুকনাছড়ি, পোড়া পাড়া যুব সমাজের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন ইউপিডিএফ সংগঠক অমিয় চাকমা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
