কাউখালীতে শিক্ষার্থীদের গ্রাফিতি অঙ্কন

0

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

“জাতীয় অবমাননা দিবস’ উপলক্ষে রাঙামাটির কাউখালিতে গ্রাফিতি অঙ্কন করেছেন একদল কলেজ শিক্ষার্থী।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) কাউখালী সদর, পানছড়ি ও ডাবুয়া এলাকার বিভিন্ন দেয়ালে তারা নানা শ্লোগান ও চিত্র সম্বলিত গ্রাফিতিগুলো অঙ্কন করেন।

এসব গ্রাফিতিতে লেখা ও চিত্রে রয়েছে- “আপোষ চুক্তি লাথি মার, পূর্ণস্বায়ত্তশাসনের পথ ধর; আমরা ভীত নই, সেনা বুটের তলায় প্রতিবাদীদের পিষ্ট করা যাবে না; আমাদের শিশু কিশোরদের রক্ষা কর, প্রতিবাদী যুবককে নির্যাতনের দৃশ্য, No Full Autonomy, No Rest!, পূর্ণস্বায়ত্তশাসন চাই, সন্তু লারমা ‘দুলো’ ধরে এগিয়ে যাচ্ছে” ইত্যাদি।

কাউখালী সদর এলাকায় গ্রাফিতি:

ডাবুয়া এলাকায় গ্রাফিতিি:

পানছড়ি এলাকায় গ্রাফিতি:

যারা গ্রাফিতিগুলো অঙ্কন করেছেন:

উল্লেখ্য, ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সন্তু লারমার নেতৃত্বে অস্ত্রসমর্পণ করেন শান্তিবাহিনীর সশস্ত্র সদস্যরা। জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে আপোষ চুক্তির পরবর্তী জেএসএস’র অস্ত্রসমর্পণের এ দিনটিকে ‘জাতীয় অবমাননা দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে।  



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More