কাউখালীতে শিক্ষার্থীদের গ্রাফিতি অঙ্কন
কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
“জাতীয় অবমাননা দিবস’ উপলক্ষে রাঙামাটির কাউখালিতে গ্রাফিতি অঙ্কন করেছেন একদল কলেজ শিক্ষার্থী।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) কাউখালী সদর, পানছড়ি ও ডাবুয়া এলাকার বিভিন্ন দেয়ালে তারা নানা শ্লোগান ও চিত্র সম্বলিত গ্রাফিতিগুলো অঙ্কন করেন।
এসব গ্রাফিতিতে লেখা ও চিত্রে রয়েছে- “আপোষ চুক্তি লাথি মার, পূর্ণস্বায়ত্তশাসনের পথ ধর; আমরা ভীত নই, সেনা বুটের তলায় প্রতিবাদীদের পিষ্ট করা যাবে না; আমাদের শিশু কিশোরদের রক্ষা কর, প্রতিবাদী যুবককে নির্যাতনের দৃশ্য, No Full Autonomy, No Rest!, পূর্ণস্বায়ত্তশাসন চাই, সন্তু লারমা ‘দুলো’ ধরে এগিয়ে যাচ্ছে” ইত্যাদি।
কাউখালী সদর এলাকায় গ্রাফিতি:






ডাবুয়া এলাকায় গ্রাফিতিি:




পানছড়ি এলাকায় গ্রাফিতি:



যারা গ্রাফিতিগুলো অঙ্কন করেছেন:

উল্লেখ্য, ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সন্তু লারমার নেতৃত্বে অস্ত্রসমর্পণ করেন শান্তিবাহিনীর সশস্ত্র সদস্যরা। জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে আপোষ চুক্তির পরবর্তী জেএসএস’র অস্ত্রসমর্পণের এ দিনটিকে ‘জাতীয় অবমাননা দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।