কাউখালীতে শিশু ধর্ষণকারীর শাস্তির দাবিতে নান্যাচরে পিসিপির বিক্ষোভ
সিএইচটিনিউজ.কম
নান্যাচর: রাঙামাটির কাউখালী উপজেলার কাশখালীতে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি শিশুকে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নান্যাচরে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নান্যাচর থানা শাখা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১:৩০টায় নান্যাচর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নীচের বাজার মোড়ে গেলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখান থেকে মিছিলটি আবারো উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর থানা শাখার তথ্য প্রচার সম্পাদক সুজন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমা ও নান্যাচর থানা শাখার সভাপতি রিপন আলো চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত পাহাড়ি নারী, শিশু ধর্ষণ নির্যাতনের শিকার হলেও প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোন পদক্ষেপ গ্রহণ করছে না। সুজাতা, তুমাচিংকে ধর্ষণের পর হত্যা সহ এ যাবত সংঘটিত ধর্ষণ-খুন ও নির্যাতনের ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে এ ধরনের ঘটনা বার বার ঘটতো না।
সমাবেশ থেকে বক্তারা কাউখালীতে শিশু ধর্ষণের সাথে জড়িত আইয়ুব আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।