কাউখালীতে সেটলার কর্তৃক এক পাহাড়িকে মারধরের অভিযোগ

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪
রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বটতলী গ্রামের বাসিন্দা পুলু মারমা (৩৮) নামে এক ব্যক্তিকে একদল সেটলার বাঙালি মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল (২৬ আগস্ট ২০২৪), সকালে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
মারধরের শিকার হওয়া পুলু মারমার পিতার নাম রাংহ্লা অং মারমা। তার বাড়ি কলমপতি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বটতলী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল কাউখালীতে নির্ধারিত হাটবাজার দিন সকাল আনুমানিক ৮টার সময় পুলু মারমা বাজারে গিয়ে সওদা করে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সেটলার বাঙালি (তারা বিএনপি সমর্থিত বলে জানা যায়) পুলু মারমাকে পথরোধ করে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। তারা সারাদিন আটকে রেখে পুলু মারমাকে অমানুষিক নির্যাতনের পর ছেড়ে দিলেও সওদাকৃত বাজার ফেরত দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
পুরো ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে স্থানীয়ভাবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুত্রে আরো জানা যায় যে, ২০১৮ সালে একতরফা নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে সে সময় কাউখালীতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সে সময় আওয়ামী লীগ সমর্থক হিসেবে পুলু মারমাও নাকি ওই মারামারির ঘটনায় জড়িত ছিলেন। সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতন হবার পর পরই কাউখালীতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্য চরম দ্বন্দ্ব দেখা দেয়। এরই অংশ হিসেবে বিএনপি সমর্থিত লোকেরা প্রতিশোধ পরায়ণ হয়ে পুলু মারমাকে হামলা ও মারধর করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলু মারমাকে মারধরের ঘটনায় স্থানীয় বিএনপির সমর্থিত সেটলার মো. রমজান ও রিদয়ানের নেতৃত্বে ৩০-৩৫ জন লোক জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।