কাউখালীতে সেনাবাহিনীর গাড়ির চাপায় এক পাহাড়ি যুবক গুরুতর আহত

সেনাবাহিনীর গাড়ির চাপায় গুরুতর আহত কহিন চাকমা।
কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
রাঙামাটির কাউখালীতে সেনাবাহিনীর গাড়ির চাপায় এক পাহাড়ি যুবক গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার (১৩ এপ্রিল ২০২৫) সকালে তালুকদার পাড়া সেনা ক্যাম্পে পাশে দাঙ্গাবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম কহিন চাকমা (২৩), পিতা-কৃষ্ণধর চাকমা, গ্রাম-রাঙীপাড়া, কাউখালী, রাঙামাটি।
জানা গেছে, কহিন চাকমা আজ সকালে বিঝুতে অতিথি আপ্যায়নের জন্য কিছু জিনিসপত্র কিনতে তার মোটর সাইকেল নিয়ে কাউখালী সদরে যান। জিনিসপত্র কেনার পর তিনি মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় তালুকদার পাড়া সেনা ক্যাম্পের পাশে দাঙ্গাবাজার নামক স্থানে পৌঁছলে রাস্তায় সেনাবাহিনীর গাড়ি দেখতে পেয়ে তিনি সেগুলো যাওয়ার জন্য রাস্তার একপাশে দাঁড়ান। এ সময় সেনারা তাকে আগে যেতে বললে তিনি যাওয়ার সময় পিছন দিক থেকে সেনাবাহিনীর একটি গাড়ি তার মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ছিঁটকে মাটিতে পড়লে সাথে সাথে সেনাবাহিনীর গাড়িটি তার হাতের উপর দিয়ে চলে যায়। এতে তিনি হাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন এবং কপালেও আঘাত পেয়েছেন।
বর্তমানে তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পরিবারের লোকজন অভিযোগ করেছেন তাকে ইচ্ছাকৃতভাবে গাড়িতে চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
এদিকে, সকাল ৯:৩০টার সময় বটতলী সেনা ক্যাম্প হতে ২৫/৩০ জন সেনা সদস্য নকশাছড়ি হয়ে পানছড়িতে আসে। পরে কাউখালী ৬০ বেঙ্গল ক্যাম্প কমান্ডার মো. ফারুকের নেতৃত্বে ৩০/৩৫ জনের আরেক দল সেনা সদস্য ঘিলাছড়ি রাস্তা হয়ে পানছড়িতে গিয়ে বটতলি ক্যাম্পের সেনা সদস্যদের সাথে মিলিত হয়।
বর্তমানে ৫০ থেকে ৬০ জন সেনা সদস্য পানছড়ি স্কুলে অবস্হান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল (১২ এপ্রিল) থেকে পার্বত্য চট্টগ্রামে বৈ-সা-বি (বৈসু-সাংগ্রাই-বিঝু-বিষু..) উৎসব শুরু হয়েছে। আজ (১৩ এপ্রিল) চাকমাদের মূল বিঝু পালিত হচ্ছে। আজকে সারাদিন ঘরে ঘরে অতিথি আপ্যায়ন করা হয়ে থাকে। কিন্তু সেনাবাহিনীর অবস্থানের কারণে উৎসবের বদলে এলাকার জনমনে চাপা আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।