কাউখালীতে সেনাবাহিনী কর্তৃক বাড়ি তল্লাশি ও দুই ব্যক্তিকে আটক করে হয়রানির পর মুক্তি

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
রাঙামাটির কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাকছড়ি গ্রামে সেনাবাহিনী ধুলুমনি চাকমা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি এবং তাকে ও তার ছোট ভাইকে আটক করে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও মুরুব্বীদের জিম্মায় তাদের ছেড়ে দেয়।
জানা যায়, আজ বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ৯:৩০টার সময় কাউখালি সাব-জোন থেকে জনৈক ক্যাপ্টেনের নেতৃত্বে ২৫ জনের একটি সেনাদল কচুখালি হেডম্যান পাড়া হয়ে বাকছড়ি গ্রামে হানা দেয়। সেনারা বাকছড়ি গ্রামের বাঁশ ব্যবসায়ী ধুলুমনি চাকমা (পিতা-মৃত মহেন্দ্র চাকমা)-এর বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। তল্লাশিকালে তাঁর বাড়ি থেকে ধান তোলার কাজের জন্য রাখা দুটি ছোট বোতলে (টাইগার নামের কোমল পানীয়ের বোতল) ‘মদ’ খুঁজে পায়। এরপর সেনারা তাকে (ধুলুমনি) ও তার ছোট ভাই সুব্রত চাকমাকে আটক করে।
পরে এই খবর জানাজানি হলে এলাকার জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গ ধুলুমনি চাকমার বাড়িতে যান। তারা সেনা সদস্যদের কাছ থেকে তাদের অপরাধ সম্পর্কে জানতে চান। সেনারা মদ পাওয়া গেছে বলে জানায়। তখন মুরুব্বিরা সেনাদেরকে বলেন, “আমাদের পাহাড়ি সমাজে ধান তোলাসহ নানা সামাজিক কাজে মদ লাগে, এগুলো বিক্রির জন্য নয়।”
এরপর সেনা সদস্যরা উক্ত ২টি টাইগার পানীয়ের বোতল ও বাড়িতে ব্যবহৃত খাবার পানির বোতলসহ ধুলুমনি ও সুব্রত চাকমার ছবি তোলে। এছাড়া তারা ইউপি সদস্য মন্টু রঞ্জন চাকমাসহ মুরুব্বিদেরও ছবি তুলে নেয়। পরে ইউপি সদস্য ও মুরুব্বিদের জিম্মায় ধুলুমনি ও সুব্রত চাকমাকে ছেড়ে দেয়।
অপর দিকে চেলাছড়া খেলার মাঠ থেকে ঘাগড়া সাব-জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিব-এর নেতৃত্ব ৩০-৩৫ জনের একদল সেনা সদস্য নোয়াআদাম হয়ে বাকছড়ি নিচপাড়ার তেতুলতলায় অবস্থান করে। পরে তারাও ধুলুমনি চাকমার বাড়িতে যায়।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, সেনাদের একটি দল নিচ পাড়া হয়ে কাউখালি সদরে ফিরে গেছে। আর অপর একটি দল যৌথ বাগান এবং নিচ পাড়া তেতুল গাছ তলায় ও জঙ্গলে লুকিয়ে রয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
