কাউখালীতে সেনা ক্যাম্প স্থাপনের পাঁয়তারা

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাজাছড়ি গ্রামের পাহাড়ে সেনা ক্যাম্প স্থাপনের পাঁয়তারার খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে ৪০ জনের একদল সেনা সদস্য হাজাছড়ি গ্রামের হাজাছড়ি ছড়া ও পার্শ্ববর্তী পাহাড় তন্ন তন্ন করে ঘুরে বেড়ায়। তারা পাহাড়ের একটি জায়গাকে ইঙ্গিত করে সেখানে আর্মি ক্যাম্প স্থাপন করা হবে বলে পথচারীদের নিকট মত প্রকাশ করেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ১৪টি গাড়ী যোগে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য তালুকদারপাড়া আর্মি ক্যাম্প ও ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসে অবস্থান করে। সেখানে দু’রাত অবস্থান করে গতকাল (১৮ সেপ্টেম্বর ২০২৫) তারা পানছড়ি উচ্চ বিদ্যালয়ে এসে অবস্থান নেয়।
আজ সকালে ৪০ জনের একটি সেনা দল হাজাছড়ি গ্রামে এবং অপর আরেকটি ৪০ জনের দল শুকনাছড়ি গ্রামে টহল দেয়। তবে সেখানে কারো বাড়িতে তল্লাশির খবর পাওয়া যায়নি। টহল শেষে সেনারা পুনরায় পানছড়ি উচ্চ বিদ্যালয়ে ফিরে এসেছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।