কাউখালীতে সেনা-মুখোশ মিলে এক ব্যক্তির বাড়িতে হয়রানিমূলক তল্লাশির অভিযোগ

0


কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ১০ আগস্ট ২০২৪

রাঙামাটির কাউখালীতে সেনা-মুখোশ মিলে এক ব্যক্তির বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালানোর অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (৯ আগস্ট ২০২৪) রাতে কাউখালীর পুরাতন পোয়া পাড়া গ্রামের বাসিন্দা সুরেশ কান্তি চাকমার বাড়িতে এ তল্লাশির ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায় যে, গতকাল রাত ১১ টার সময় মিল্টন তঞ্চঙ্গ্যার নেতৃত্বে একদল মুখোশ দুর্বৃত্ত ও সেনাবাহিনীর একদল সদস্য মিলে সুরেশ কান্তি চাকমার বাড়ি ঘেরাও করে ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশিকালে বাড়ির বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের লোকজন অভিযোগ করেছেন।

এছাড়াও স্থানীয় গ্রামবাসীরা আরো জানান যে, এর আগে গত ৪ আগষ্ট উক্ত মুখোশ দুর্বৃত্তরা পুরাতন পোয়া পাড়ার স্থানীয় দোকানদার হিমেল চাকমাকেও অস্ত্রের মুখে জোরপূর্বক অপহরণ করে। পরে সন্ত্রাসীদের আস্তানা ঘাগড়া ইউনিয়নের দেয়ান পাড়া গ্রাম থেকে আত্মীয়য়স্বজনরা তাকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছেন।

স্থানীয়দের অভিযোগ, গত উপজেলা নির্বাচনে সাধারণ জনগণকে ভীতি প্রদর্শনের মাধ্যমে জিতিয়ে দেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. সামশুদ্দোহা চৌধুরী মুখোশ সন্ত্রাসীদের কাউখালীতে নিয়ে এসেছেন। তার সহযোগীতায় মুখোশ সন্ত্রাসীরা কাউখালীর বিভিন্ন ব্যবসায়ীসহ ও সাধারণ জনগণকে চাঁদা প্রদান করার জন্য হুমকি দিচ্ছে। এ বিষয়ে প্রশাসন অবগত থাকা সত্ত্বেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা না নিয়ে নিরব দর্শককের ভূমিকা পালন করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন মুরুব্বী বলেন, প্রশাসনের নাকের ডগায় এহেন সন্ত্রাসী কার্যক্রম অবাধে করতে দেয়া অবশ্যই ‘সর্ষের মধ্যে ভূত’ থাকা সমান। দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও পাহাড়ে কতিপয় সেনা কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা এখনো বহাল তবিয়তে থেকে খুনী-সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও সহযোগিতা প্রদান করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

তারা অবিলম্বে মুখোশ সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More