কাউখালীর ঘাগড়া এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি সম্পন্ন

0

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে উপলক্ষ করে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন এলাকায় জনসচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি সম্পন্ন হয়েছে।  

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) ঘাগড়া ইউপি’র একটি বৌদ্ধ বিহারসহ  বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ সময় প্লাস্টিক, পলিথিনসহ পরিবেশ ক্ষতিকারক আবর্জনা কুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মী ছাড়াও এলাকার যুবক এবং শিশু-কিশোররাও অংশগ্রহণ করেন।

পরিস্কার-পরিছন্নতা অভিযান শেষে জনসচেতনতামূলক এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক প্রত্যুষা চাকমা, হারাঙী পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চাকমা ও কজইছড়ি গ্রামের বিশিষ্ট মুরুব্বী ভরত কুমার চাকমা।

প্রত্যুষা চাকমা বলেন, আমাদের পার্টির অনেক দূরদর্শী চিন্তা রয়েছে। পার্টির সমাজ সচেতনামূলক কাজকে অনেক নিন্দুক নানাভাবে সমালোচনা করছে। কিন্তু আমরা মনে করি রাজনৈতিক কর্মসূচীর পাশাপাশি জনগণকে পরিবেশসহ প্রতিটি বিষয়ে সচেতন করা পার্টির নৈতিক দায়িত্ব রয়েছে। তারই অংশ হিসেবে আমরা জনগণকে সাথে নিয়ে পরিবেশ সচেতনামূলক কর্মসূচিও প্রায়ই পালন করে থাকি। এটি আমাদের পার্টির ধারাবাহিক কর্মসূচি।

প্রধান শিক্ষক প্রদীপ কুমার চাকমা বলেন, আমরা যদি সকলে পলিথিন-প্লাস্টিকের বিরুদ্ধে সচেতন না হই তাহলে আমরা ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবো। শুধু প্লাস্টিক-পলিথিন নয় বন জঙ্গল উজাড়ের বিরুদ্ধেও আমাদের সোচ্চার হতে হবে।

বিশিষ্ট মুরুব্বি ভরত কুমার চাকমাও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি পার্টির সকল কর্মসূচিতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর ইউপিডিএফ প্রতিষ্ঠার ২৬ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে দলটির বিভিন্ন ইউনিটে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ জনসচেতনতামূলক নানা কর্মসূচি পালন করা হচ্ছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More