কাউখালীর ডাবুয়া এলাকায় সেনাবাহিনীর অবস্থান ও টহল জোরদার, জনমনে শঙ্কা

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
রাঙামাটির কাউখালী উপজেলার ডাবুয়া এলাকায় সেনাবাহিনীর অবস্থান ও টহল জোরদারে এলাকার জনমনে নানা আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (২৭ আগস্ট) বিকাল ৩টার সময় গোদারপাড় আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল পিকআপে করে রাউজান থেকে ঘুরে সন্ধ্যা ৬টার সময় ডাবুয়া হেডম্যান পাড়ায় আসে। এরপর তারা ডাবুয়া বৃক্ষ ভানুপুর উচ্চ বিদ্যালয়ে অবস্থান নেয়। এর ৩০/৪০ মিনিট পর ক্যাম্প থেকে আরো একটি গাড়িযোগে আরেকটি সেনাদল এসে বিদ্যালয়ে মিলিত হয় এবং সেখানে রাতযাপন করে।
আজ বৃহস্পতিাবর (২৮ আগস্ট ২০২৫) সকালে সেনারা বিদ্যালয় থেকে নেমে ধূপছড়ি বাজারে টহল দেয়। সেনাদের টহলের কারণে ভয়ে বাজারে মালামাল বিক্রি করতে আসা সাধারণ জনগণ ঠিকমত তাদের মালামাল বিক্রি করতে পারেনি বলে জানা গেছে। এর আগে গত সপ্তাহে একদল সেনা সদস্য ধূপছড়ি বাজারে গিয়ে লোকজনের কাছ থেকে মোবাইল ফোন জোর করে নিয়ে চেক করে। ফলে আজকেও সে ধরনের কিছু ঘটে কিনা সে নিয়ে বাজারের আসা লোকজন ভয়ের মধ্যে ছিলেন।
সেনারা দুপুরের দিকে সেখান থেকে ডাবুয়া বাজারে যায়। পরে দুপুর ১:০০টার সময় ডাবুয়া বাজার এলাকায় টহল দিয়ে আবার বিদ্যালয়ে ফিরে আসে।
এদিকে, গতকাল থেকে সেনারা বিদ্যালয়ে অবস্থান করার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিদ্যালয়ে ক্লাস করতে যাওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেছেন সেনারা তাদেরকেও নানা জিজ্ঞাসাবাদ করে বিরক্ত করেছে।
একজন ছাত্রী এ প্রতিবেদককে বলেন, সেনাবাহিনী সদস্যদেরতো ক্যাম্পে থাকার কথা। তারা কেন বিদ্যালয়ে অবস্থান করবে? এদিকে আসলেই তারা আমাদের বিদ্যালয়ে অবস্থান করে থাকে, যা আমাদের পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হয়।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেনারা উক্ত বিদ্যালয়ে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে। সেনাদের সেখানে অবস্থানের কারণে এলাকার জনগণ নিপীড়ন-হয়রানির ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন।
এদিকে, আজ দুপুর ২টার সময় ঘাগড়া ইউনিয়নের ফুরমোন আর্মি ক্যাম্প থেকে ২০ জনের একটি সেনাদল ‘হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয়ে’ অবস্থানে নিয়েছে বলে খবর পাওয়া গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।