কাউখালী থেকে এক ব্যক্তিকে রাঙামাটি সেনা জোনে নিয়ে গিয়ে হয়রানির অভিযোগ

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৭ মার্চ ২০২৫
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেভাপাড়া থেকে সেনাবাহিনী কর্তৃক এক ব্যক্তিকে তার মোটর সাইকেল ভাড়া করে নেয়ার ভাণ করে রাঙামাটি সেনা জোনে নিয়ে গিয়ে নানা জিজ্ঞাসাবাদের নামে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (১৭ মার্চ ২০২৫) এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম উদয়ন চাকমা, পিতা- মানেক চাকমা, গ্রাম- লেভাপাড়া, ৩নং ওয়ার্ড, ঘাগড়া ইউনিয়ন, কাউখালী, রাঙামাটি। তিনি পেশায় ভাড়ায় মোটর সাইকেল চালক।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার সময় ৪টি পিক-আপে করে সেনাবাহিনীর ৪০ থেকে ৪৫ জনের একটি দল লেভাপাড়া গ্রামে আসে। এরপর তারা পাড়ার পাহাড়-টিলা চেক করে। পরে বেলা ২টার দিকে চলে যাওয়ার সময় সেনা দলটির কমাণ্ডার লেভাপাড়া দোকানে অবস্থান করা ভাড়ায় মোটর সাইকেল চালক উদয়ন চাকমাকে ডেকে লেভা পাড়া হতে ঘাগড়া বাজার পর্যন্ত কত টাকা ভাড়া জিজ্ঞাসা করেন। তিনি ভাড়া ১২০ টাকা বললে সেনা কমাণ্ডার তাকে তার মোটর সাইকেলে করে ঘাগড়া বাজারে নিতে বলেন।
এরপর উদয়ন চাকমা সেনা কমান্ডারকে তার মোটর সাইকেলে নিয়ে ঘাগড়া বাজারের দিকে রওনা হন। কিন্তু সেনা কমাণ্ডার ঘাগড়া বাজারে যাওয়ার কথা বললেও তিনি সেখানে না নেমে তাকে একেবারে রাঙামাটি সেনা জোনে নিয়ে যান। এরপর সেখানে তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদের নামে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করা হয়।
পরে বিকালে ভুক্তভোগীর ভাই নয়ন চাকমা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অর্জুন মনি চাকমা রাঙামাটি সেনা জোনে গেলে ইফতারের পর সন্ধ্যার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।