কাঞ্চননগর ইউপি’র চাইল্লেচর থেকে ঠ্যাঙাড়ে কর্তৃক এক নারীকে অপহরণ, পরে মুক্তি

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের অন্তর্গত চাইল্লেচর গ্রাম থেকে গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাতে সেনা মদতপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা পাইনিলা মারমা (৪৫) নামে এক পাহাড়ি নারীকে অপহরণ করে নিয়ে যায়। পরে আজ রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১:০০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার সময় মো. মাসুদ হোসেন বাপ্পী ও রমজান আলীর নেতৃত্বে ১২ জনের একদল সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসী চাইল্লেচর গ্রামে প্রবেশ করে নিজ বাড়ি থেকে পাইনিলা মারমাকে অপহরণ করে বটতলীতে নিয়ে যায়। এ সময় তিনি যেতে না চাইলে সন্ত্রাসীরা তাকে লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পাইনিলা মারমার স্বামী কসমফা মারমা একজন ইউপিডিএফ সদস্য।
সন্ত্রাসীরা তাকে গতকাল সারারাত ও আজ (৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত তাদের হেফাজতে আটক রাখার পর মোবাইল কেড়ে নিয়ে দুপুর ১:০০টার দিকে ছেড়ে দেয় বলে জানা গেছে।
ছেড়ে দেয়ার পরে সন্ত্রসাীরা আবারো গ্রামের মুরুব্বী থুইচাই মারমাকে মোবাইলে কল করে পাইনিলা মারমাকে নিয়ে তাদের সাথে দেখা করতে বলেছেন বলে খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, সেনাবাহিনীর প্রত্যক্ষ মদতে রমজান আলীর নেতৃত্বে পাহাড়ি ও বাঙালি মিলে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বটতলী, চাইল্লেচর এলাকায় অপহরণ, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু প্রশাসন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় না।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।