কাপ্তাইয়ে কিশোরী ধর্ষণকারী সেনাদের গ্রেফতারের দাবিতে রাঙামাটির বন্দুকভাঙায় বিক্ষোভ
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

কাপ্তাইয়ে এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে ধর্ষণকারী ৬ সেনা সদস্যকে গ্রেফতার ও সাজার দাবিতে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকার সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর ২০২৩) অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী লেলিন চাকমা সঞ্চালনায় অভিভাবক ঝর্ণাদেবী চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষার্থী অর্থী দেওয়ান ও সুকান্ত চাকমা।
শিক্ষার্থীরা বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামে এখন এক ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছি। রাঙামাটির কাপ্তাইয়ে গত ৩ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে রাষ্ট্রীয় বাহিনীর সদস্য কর্তৃক ধর্ষণের ঘটনা আমাদেরকে আরো বেশি ভীতিকর অবস্থায় ফেলে দিয়েছে। কখন যে আরো এ ধরনের ঘটনা ঘটে তার জন্য আমরা শিক্ষার্থী ও আমাদের অভিভাবকরা খুবই উদ্বিগ্ন।
শিক্ষার্থী বক্তারা অবিলম্বে ন্যায় বিচারের স্বার্থে কাপ্তাইয়ে কিশোরীকে ধর্ষণের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনের আ্ওতায় এনে শাস্তি প্রদান ও এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সমাবেশ শেষে ধর্ষকদের কুশপুত্তলিকায় লাথি মেরে ও ঝাড়ু দিয়ে আঘাত করে কাপ্তাইয়ে কিশোরীকে ধর্ষণের ঘৃণা প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন