কাপ্তাইয়ে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

রাঙামাটি ।। রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালি ইউনিয়ন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়া ব্যক্তির পরিচয় মিলেছে।
নিহত ব্যক্তির নাম অংথোয়াইচিং মারমা (৫২), পিতা- মৃত মংসাখই মারমা, গ্রাম- গবছড়া পাড়া, রাইখালি ইউনিয়ন। তিনি পেশায় একজন কৃষক বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই ২০২১) সন্ধ্যার দিকে রাইখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তিনছড়ি নোয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল আনুমানিক ৭ টার দিকে মংখ্যাউচিং মারমার নেতৃত্বে মগ পার্টি নামধারী সন্ত্রাসীদের একটি দল অংথোয়াইচিং মারমাকে তার নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এক পর্যায় মগপার্টির সন্ত্রাসীরা অংথোয়াইচিং মারমাকে গুলি করে হত্যা করে ফেলে রেখে যায়।
পরে রাতে সেনাবাহিনী ও পুলিশ লাশটি উদ্ধার করে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।