কাপ্তাইয়ে জেএসএস’র দুই সদস্যকে আটকের অভিযোগ

রাঙামাটি ।। রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা এলাকা থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস)-এর দুই সদস্যকে রাতের অন্ধকারে নিজ নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার (১৪ আগস্ট ২০২১) ভোর রাতের কাছাকাছি সময়ে (রাত ২:০০টা) কাপ্তাই সেনা জোনের একদল সেনা সদস্য তাদেরকে আটক করে নিয়ে যায়।
আটককৃতরা হলেন- ১. বিক্রম মারমা (৫৬), পিতা-কালাচান মারমা ও ২. বীরসিং চাকমা (৪৩), পিতা- গেন্দা চাকমা।
এর মধ্যে বিক্রম মারমার বাড়ি কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের ক্রিশ্চান মিশন হাসপাতাল এলাকায়। তিনি জনসংহতি সমিতির কাপ্তাই উপজেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে থাকলেও দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করছেন বলে জনসংহতি সমিতি সূত্রে জানা গেছে।
আর বীরসিংহ চাকমার বাড়ি পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী ইউনিয়নের কুষ্ঠিপাড়া গ্রামে। তিনি জনসংহতি সমিতির চন্দ্রঘোনা ইউনিয়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
জানা যায়, আজ ভোররাতের কাছাকাছি সময় আনুমানিক রাত ২:০০ টার দিকে কাপ্তাই সেনা জোনের (২৩ ই বেঙ্গল রেজিমেন্ট) অধীন কাপ্তাই আইল্যান্ড সেনা ক্যাম্পের একদল সেনা সদস্য প্রথমে বীরসিং চাকমাকে তার বাড়ি থেকে আটক করে। এরপর রাত ২:৩০ টার দিকে উক্ত সেনা সদস্যরা চন্দ্রঘোনার ক্রিশ্চান মিশন হাসপাতাল এলাকা ঘেরাও করে এবং বিক্রম মারমার বাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রম মারমাকে আটক করে নিয়ে যায়।
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত আটককৃতদের পুলিশের নিকট হস্তান্তর কিংবা ছেড়ে দেয়ার খবর পাওয়া যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।