কাপ্তাইয়ে মগ পার্টি ও যুবলীগ কর্তৃক এক ব্যক্তিকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়ার অভিযোগ

কাপ্তাই, রাঙামাটি ।। রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া বাজার থেকে আপন তঞ্চঙ্গ্যা (৪০) নামে এক নিরীহ ব্যক্তিকে ধরে নিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেয়ার অভিযোগ পাওয়া গেছ্
গত ৬ অক্টোবর ২০২১, বুধবার বিকালে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ভুক্তভোগী আপন তঞ্চঙ্গ্যা রাইখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাকোয়া পাড়ার মৃত স্বপ্নমনি তঞ্চঙ্গ্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক বলে জানা গেছে।
জানা যায়, বুধবার (৬ অক্টোবর) বিকাল আনুমানিক ৫:৩০ টার দিকে সেনা মদদপুষ্ট মগ পার্টির কমাণ্ডার সবুজ মারমা ও আওয়ামী যুবলীগের সদস্য প্রান্ত ঘোষের নেতৃত্বে একটি দল রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া বাজার থেকে আপন তঞ্চঙ্গ্যাকে ধরে টেনে-হেঁচড়ে নিয়ে যায়। আপন তঞ্চঙ্গ্যা এসময় বাজারে নিজ ক্ষেতের শাক-সবজি বিক্রি করছিলেন।
এরপর তাকে মোটর সাইকেলে করে নারানগিরি মুখ পাড়ায় নতুন স্থাপিত সেনা ক্যাম্পে নিয়ে যায় এবং ক্যাম্পের দায়িত্বরত কমাণ্ডার মো. আব্দুল কুদ্দুস এর নিকট হস্তান্তর করে।
পরে ঐদিন দিবাগত রাত ১২ টার দিকে সেনাবাহিনী আপন তঞ্চঙ্গ্যাকে স্থানীয় চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন