কারাগারে ভান লাল রোয়াল বমের মৃত্যুর ঘটনায় বম স্টুডেন্টস এসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ

0


নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ভান লাল রোয়াল বম (৩৫) নামে এক কারাবন্দির মৃত্যুর  ঘটনায় বম স্টুডেন্টস এসোসিয়েশন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বম স্টুডেন্টস এসোসিয়েশন-এর কেন্দ্রীয় সভাপতি লালরিথাং বম ও সাধারণ সম্পাদক রবেন বম সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ  জানান।

বিবৃতিতে তারা কারাগারে ভান লাল রোয়াং বমের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, এ মৃত্যুর ঘটনা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। দীর্ঘদিন ধরে তিনি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আটক ছিলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দীর্ঘ দুই বছরের অধিক বিনা বিচারে চট্টগ্রাম জেলা কারাগারে আটক থাকা অবস্থায় আজ সকাল সাড়ে ১০টায় ভান লাল রোয়াল বম মৃত্যুবরণ করেন। এটা স্পষ্টতই জেল হেফাজতে তাকে অমানবিক পরিবেশে, চিকিৎসা সুবিধাবঞ্চিত অবস্থায় রাখা হয়, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

বিবৃতিতে তারা বলেন, আমরা এই মৃত্যুকে কোনো স্বাভাবিক ঘটনা বা দুর্ঘটনা হিসেবে দেখি না। এটি স্পষ্টতই রাষ্ট্রীয় অবহেলা ও নিপীড়নের ধারাবাহিক পরিণতি। এর আগে একই ধরনের অবস্থায় বম জাতিগোষ্ঠীর আরও অনেক সদস্য বিচারবহির্ভূত ভাবে বন্দি অবস্থায় প্রাণ হারিয়েছেন। কিন্তু এসব মৃত্যুর কোনো বিচার হয়নি, হয়নি কোনো নিরপেক্ষ তদন্ত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের এই নিরবতা ও নিষ্ক্রিয়তা একটি পদ্ধতিগত নিপীড়ন ও ধ্বংসের নীতির ইঙ্গিত দেয়। আমরা মনে করি, এ এক স্লো জেনোসাইড, যেখানে আদিবাসী বম জাতিগোষ্ঠীকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে দমননীতি প্রয়োগ করা হচ্ছে।

বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে অন্তর্বতীকালীন সরকার গঠিত হলে দেশে সাজাপ্রাপ্ত জঙ্গীসহ অনেক কুখ্যাত সন্ত্রাসী, যুদ্ধাপরাধী রাজাকার খ্যাত চিহ্নিত অপরাধী ও মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদের দায়হীনভাবে মুক্তি দেয়া হলেও বছরের পর বছর ধরে বিনা বিচারে আটক থাকা বম জাতির নিরপরাধ শিশু-কিশোর ও নারী-পুরুষদের এখনো মুক্তি দেয়া হচ্ছে না।

তারা ভান লাল রোয়াল বমের জেল হেফাজতে মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে বলেন, আমরা বম ছাত্র সমাজ চরম ক্ষোভের সাথে বলছি, রাষ্টীয় হেফাজতে মৃত্যু রাষ্ট্রের চরম ব্যর্থতা, নিপীড়নের প্রতিচ্ছবি। রাষ্ট্র এই হত্যার দায় এড়াতে পারে না।

বিবৃতিতে চট্টগ্রাম জেলা কারাগারে ভান লাল রোয়াল বম সহ লালসাংময় এবং লালত্লেং কিম বমের মৃত্যু বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে দায়ীদের বিচারের আওতায় আনা, নিরপরাধ নারী ও শিশু, পুরুষ আটককৃত বমদের মুক্তি দেয়া এবং বম জনগণের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়ন, মিথ্যা মামলা ও জেল হয়রানি বন্ধ করার দাবি জানান।

বম স্টুডেন্টস্ এসোসিয়েশন এর নেতৃদ্বয় বলেন, অবিলম্বে উক্ত দাবির প্রেক্ষিতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে বলেন, একের পর এক মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের উদাসীনতা ও নীরবতা কোনোভাবে কাম্য নয়।

বম স্টুডেন্টস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক লাল লম ঙাক বম-এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমে বিবৃতিটি পাঠানো হয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More