কারাগার থেকে মুক্তি পেলেন পিসিপি নেতা মানিক ত্রিপুরা

0

খাগড়াছড়ি : বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মাটিরাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি মানিক ত্রিপুরা দীর্ঘ প্রায় ৭ মাসের পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার (১০ এপ্রিল ২০১৮) আদালত তার জামিন মঞ্জুর করলে বিকাল সাড়ে ৫টা দিকে খাগড়াছড়ি জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

এদিকে কারাগার থেকে মুক্তির খবর পেয়ে খাগড়াছড়ি জেলা সদর স্বনির্ভরে তাকে শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষায় থাকে পিসিপি নেতা-কর্মীরা। মুক্তি পেয়ে সন্ধ্যা ৬টায় স্বনির্ভরে পৌঁছলে পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার নেতৃত্বে সেখানে অপেক্ষায় থাকা নেতা-কর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এরপর তিনি নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত ও কারাগারের অভিজ্ঞতা বিনিময় করেন।

উল্লেখ, গত ২১ সেপ্টেম্বর ২০১৭ মাটিরাঙ্গা থেকে গুইমারায় সাংগঠনিক কাজে যাবার পথে মাটিরাঙ্গার জোনে সেনাবাহিনী মটর সাইকেল থামিয়ে পিসিপি নেতা মানিক ত্রিপুরা ও তার সাথে থাকা অপর দুইজনকে আটক করে। পরে গুইমারা থানায় নিয়ে অপর দুইজনকে ছেড়ে দেওয়া হলেও তাকে নয়না ত্রিপুরা নামে এক নারীকে কথিত অপহরণের অভিযোগে মিথ্যা মামলা দিয়ে খাগড়াছড়ি কারাগারে  প্রেরণ করে। দীর্ঘ প্রায় ৭মাস কারাবরণের পর আজ মঙ্গলবার খাগড়াছড়ি জেলা জর্জ কোর্টের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য্য তার জামিন মঞ্জুর করলে কারাগার থেকে মুক্তি লাভ করেন পিসিপি’র এই নেতা।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More