কারামুক্ত এন্টি চাকমাকে সংবর্ধনা দিয়েছে ৩ সংগঠন

এন্টি চাকমা ফুলেল শুভেচ্ছা গ্রহনের পর তাঁর গ্রেফতার ও প্রায় ১ মাস কারাভোগের অভিজ্ঞতার কথা উপস্থিত সবার সমানে তুলে ধরেন।
তিনি বলেন, এ সংবর্ধনার মাধ্যমে সহযোদ্ধারা আমার কাঁধে অনেক বেশি দায় চাপিয়ে দিয়েছেন। আজ থেকে সমাজ পরিবর্তন ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি দায়িত্ব ও কর্তব্য আগের চাইতে আরও অনেক বেড়ে গেলো।
এসময় তিনি বলেন, গত ২৮ নভেম্বর ইউপিডিএফ মনোনীত স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী নুতন কুমার চাকমার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে খাগড়াছড়ি সদর উপজেলার ইউএনও’র কার্যালয় থেকে ফেরার পথে তাঁকেসহ পিসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাক অমল ত্রিপুরাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।


———————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।