কারামুক্ত পিসিপি নেতা কুনেন্টু চাকমাকে সংবর্ধনা ও পিসিপি-এইচডব্লিউএফ’র যৌথ কাউন্সিল
ঐক্যবদ্ধভাবে লড়াই করলে আমাদের আন্দোলন সফল হবে- কুনেন্টু চাকমা

সদ্য কারামুক্ত কুনেন্টু চাকমাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
দীর্ঘ ৫ বছর ৮ মাস কারাভোগের পর সদ্য কারামুক্ত পিসিপির কেন্দ্রীয় সহসভাপতি কুনেন্টু চাকমাকে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখা। এছাড়া পিসিপি ও এইচডব্লিউএফ’র কাউখালী উপজেলা শাখার যৌথ কাউন্সিলও অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৫ অক্টোবর ২০২৪) সকাল ১০টায় রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের হারাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“নতজানু হয়ে বাঁচার চেয়ে বীরত্বের সাথে মৃত্যুই শ্রেয়” ব্যানার শ্লোগানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পিসিপি’র কাউখালী কলেজ শাখার প্রতিনিধিসহ বিভিন্ন শাখা কমিটি ও বিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ সদস্য কারামুক্ত পিসিপি নেতা কুনেন্টু চাকমাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

পিসিপি জেলা সভাপতি তনুময় চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বারিঝে চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কুনেন্টু চাকমা দীর্ঘ ৫ বছরের অধিক কারাজীবনের দুর্বিষহ দিনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
এতে আরও বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নিকন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক থুইনুমং মারমা।
কুনেন্টু চাকমা দীর্ঘ কারাভোগের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমাকে ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি সেনা- গোয়েন্দারা কুদুকছড়ি আবাসিক এলাকা থেকে মিথ্যাভাবে গ্রেফতার করে। তারা আমাকে অমানুষিক নির্যাতন চালায়। সেনাদের সাথে মুখোশ বাহিনীর দুইজন লোক ছিল। তাদেরকে আমি চিনেছি। তারা এখনো পার্বত্য চট্টগ্রামের ন্যায় সঙ্গত আন্দোলন দমিয়ে রাখার জন্য নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বক্তব্য রাখছেন কুনেন্টু চাকমা।
তিনি আরো বলেন, ছাত্র-গণঅভ্যুত্থানে যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে সেভাবে আন্দোলন সংগঠিত করতে পারলেই আন্দোলন সফল হবে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে সেনাশাসনের বিরুদ্ধে লড়াই করি তাহলে আমাদের আন্দোলন সফল হবে। পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠি বাঙালি উপনিবেশিক শাসন জারি রেখেছে। সেনাবাহিনী পাহাড়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরে আমাকে জেল গেইট থেকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।
জেএসএস প্রসঙ্গে তিনি বলেন, জেএসএস বর্তমানে জুম্ম দিয়ে জুম্ম ধ্বংসের শাসকগোষ্ঠী ফাঁদে পা দিয়েছে। তাই দেশে-বিদেশে ঐক্যর আহ্বান জানানোর পরেও ঐক্য হচ্ছে না। জেএসএস এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।
ছাত্রনেতা নিকন চাকমা বলেন, সহযোদ্ধা কুনেন্টু চাকমা আমার দীর্ঘদিনের সংগ্রামের বন্ধু। তিনি রাঙামাটি সদরস্থ ভেদভেদি পৌর উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে আপোষহীন সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের সাথে যুক্ত হোন। রাঙামাটি সরকারি কলেজে অধ্যয়নকালে তাকে জেএসএস সমর্থিত পিসিপি কর্তৃক অপহ্নত হন এবং পরে মোটা মুক্তিপণ দিয়ে মুক্তি পান। রাঙামাটি জেলা কমিটির সভাপতি থাকাকালে মিথ্যা মামলায় আটক হোন। দীর্ঘ ৫ বছর ৮ মাস পরে মুক্তির পেয়ে তিনি নতুন করে লড়াই সংগ্রামে সামিল হয়েছেন।

যুব নেতা থুইনুমং মারমা বলেন, বর্তমান পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি খুবই নাজুক। প্রতিনিয়ত হত্যা, গুম, বিনাবিচারে হত্যা, ভুমি বেদখলসহ নানাভাবে দমন-পীড়ন জারি রাখা হয়েছে। দেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরেও পাহাড়ে একই নীতি বলবৎ আছে।
নারী নেত্রী এন্টি চাকমা বলেন, যারা নিরাপত্তার জন্য পাহাড়ে এসেছে বলে দাবি করে তাদের কর্তৃক পার্বত্য চট্টগ্রামের অন্যায়-অত্যাচার করা হচ্ছে। তাদের দ্বারা কুনেন্টু চাকমাকে মিথ্যা মামলায় আটকসহ বিপুল-সুনীল- লিটনদের হত্যা করা হয়েছে।
সভাপতির বক্তব্যে তনুময় চাকমা বলেন, কুনেন্টু চাকমা পার্বত্য চট্টগ্রামে মুক্তি লড়াই করতে গিয়ে দীর্ঘ সময় কারাগারে ছিলেন। তিনি পার্বত্য চট্টগ্রামের দুঃখিনী মায়ের মুখে হাসি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে কারাভোগ করেছেন। অন্যদিকে বিপুল-মিঠুন-সুনীলদের বুকের তাজা রক্ত দিতে হয়েছে। আমাদের অধিকার অর্জন করার জন্য জেল-জুলুমসহ সকল নিপীড়ন-নির্যাতন মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে।
পিসিপি-হিল উইমেন্স ফেডারেশনের যৌথ কাউন্সিল
সংবর্ধনা অনুষ্ঠান শেষে দুপুরের খাবারের পর সংবর্ধনা “সংঘাত চায় যারা, জনগণের শত্রু তারা” ব্যানার শ্লোগানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)- এর কাউখালী উপজেলা শাখাদ্বয়ের যৌথ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিদের সামনে পিসিপি’র কমিটি ঘোষণা করেন রাঙামাটি জেলা স সভাপতি তনুময় চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কমিটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমা।

উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে জিপল চাকমা চাকমাকে সভাপতি, রনেল চাকমাকে সাধারণ সম্পাদক ও অজয় মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পিসিপি’র ১৬তম কাউখালী উপজেলা কমিটি গঠন করা হয়।
অপরদিকে, হিল উইমেন্স ফেডারেশনের ৭ম কাউখালী উপজেলা কমিটিতে রত্না চাকমাকে সভাপতি, একামনি চাকমা সাধারণ সম্পাদক ও ছুবাই মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত পিসিপি কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভাশিষ চাকমা ও এইচডব্লিউএফ কমিটিকে শপথ বাক্য পাঠ করান হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমা।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।