কাল ঢাকায় হিল উইমেন্স ফেডারেশন ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৬ জুন ২০২৫
আগামীকাল মঙ্গলবার (১৭ জুন ২০২৫) সকাল ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ২য় তলাস্থ জহুর হোসেন চৌধূরী হল রুমে এক সংবাদ সম্মেলন সম্মেলনের আয়োজন করেছে হিল উইমেন্স ফেডারেশন ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
গত ১২ জুন রাঙামাটির কাউখালিতে ‘কল্পনা অপহরণের ২৯তম বার্ষিকীতে আয়োজিত নারী সমাবেশ শেষে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম যাওয়ার পথে কাউখালীর বেতছড়ি নামক স্থানে সিএনজি (অটোরিক্সা) আটকিয়ে সেটলার (ছাত্রদল) কর্তৃক ইউল্যাবের শিক্ষক অলিউর সান, অ্যাক্টিভিস্ট-অধিকার কর্মী মারজিয়া প্রভা ও বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশার ওপর হামলা ও তাদেরকে শারীরিকভাবে হেনস্তার প্রতিবাদে এবং চিহ্নিত হামলাকারী মো. ইমরান হোসেন, মো. নাঈম হোসেন হিমেল গংদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজার দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিতা চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া এক চিঠিতে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে চিঠিতে জানানো হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।