কুদুকছড়িতে তিন সংগঠনের ছাত্র-যুব সমাবেশ, সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবি

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৩০ জুন ২০২৪
সংবিধানে বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল ও সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির রাঙামাটির কুদুকছড়িতে ছাত্র-যুব সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন, রাঙামাটি জেলা শাখা।
আজ রবিবার (৩০ জুন ২০২৪) বেলা ২ টার সময়ে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি তনুময় চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি রিমি চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের ভিন্ন ভাষাভাষী সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য ৩০ জুনের দিনটি একটি অশুভ দিন। ২০১১ সালের এই দিনে আওয়ামী লীগ সরকার সংখ্যাগরিষ্টতার জোরে সংসদে বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর বিল পাস করে সকল জাতিসত্তার ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছিল।

তারা বলেন, পঞ্চদশ সংশোধনী বিলটি সংসদে উত্থাপনের আগে পার্বত্য চট্টগ্রামের জনগণের পক্ষে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনত ইউপিডিএফসহ বিভিন্ন সামাজিক সংগঠন সংবিধান সংশোধন কমিটির নিকট জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির জন্য লিখিতভাবে দাবিনামা পেশ করেছিল। কিন্তু সরকার জনগণের দাবি মেনে নেয়নি।
বক্তারা আরো বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতিসত্তাগুলোর অস্তিত্ব মুছে দেওয়ার জন্য পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বাংলাদেশ বহুজাতির দেশ হলেও সরকার সাংবিধানিকভাবে সবাইকে বাঙালি পরিচয় চাপিয়ে দিয়েছে।
বক্তারা অবিলম্বে বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেশের সকল জাতিসত্তাসমূহকে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।
সমাবেশে বাঙালি জাতীয়তার সমর্থনকারী ও সংখ্যালঘু জাতিসত্তাগুলোর সাথে বেঈমানীর দায়ে দীপংকর তালুকদার, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বীর বাহাদুর, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর ছবিতে ঝাড়ু ও জুতাপেটা করা হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সদস্য বিপ্লব চাকমা।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।