কুদুকছড়িতে ‘রক্তাক্ত জুলাই’ ও ‘স্বনির্ভর হত্যাকাণ্ডে’ শহীদদের সম্মানে স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৮ আগস্ট ২০২৪
‘রক্তাক্ত জুলাই ২০২৪’ ও ‘স্বনির্ভর হত্যাকাণ্ড ২০১৮’-এ নিহত আবু সাঈদ-মুগ্ধ, তপন-এল্টন-পলাশসহ ফ্যাসিস্ট হাসিনার আমলে নিহত সকল শহীদদের সম্মানে রাঙামাটির কুদুকছড়িতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।
আজ রবিবার (১৮ আগস্ট ২০২৪) সন্ধ্যা ৬:৩০ টার সময় মাওরুম কলেজ কুদুকছড়ি মধ্যপাড়া(ধর্মঘর) পর্ষন্ত রাঙামাটি -খাগড়াছড়ি সড়কের এক পাশে দাঁড়িয়ে প্রতিবাদী ছাত্র-জনতা প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহন করেন। এতে ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সের প্রায় ৬শ’ জনের মতো লোক অংশগ্রহণ করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি তনুময় চাকমা।
তিনি বলেন, ২০১৮ সালের আজকের দিনে প্রকাশ্যে দিবালোকে পুলিশের সামনে ও বিজিবি খাগড়াছড়ি সেক্টরের ১০০ গজের মধ্যে স্বনির্ভর বাজারে সংস্কার-নব্য মুখোশ সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে তপন,এল্টন, পলাশসহ ৭ জনকে গুলি করে হত্যা করে। কিন্তু ৬ বছরেও এ ঘটনায় জড়িত খুনিদের বিচার তো দুরে কথা গ্রেফতার পর্ষন্ত করা হয়নি। উল্টো তাদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিয়ে আরো বহু হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে।
তিনি দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমে দেশের সমতলের জনগণ স্বৈরাশাসনের কবল থেকে মুক্ত হলেও পাহাড়ের জনগণ এখনো মুক্ত হতে পারেনি। এখানে সেনাশাসনকে আরো জোরদার করা হচ্ছে।

তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, স্বনির্ভর হত্যাকাণ্ড পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনীর মদদের সংঘটিত একটি নৃশংস হত্যাকাণ্ড। ফ্যাসিস্ট হাসিনা সরকার এ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার না করে খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। তাই অন্তর্বর্তী সরকারের অবিলম্বে এ হত্যাকাণ্ডের বিচারের পদক্ষেপ নিতে হবে। এছাড়া তিনি জুলাইয়ে ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার কর্তৃক সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের শাস্তি এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন প্রত্যাহারপূর্বক সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করনার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।