কুদুকছড়িতে শহীদ সুর মনি-প্রতুলসহ বীর শহীদদের প্রতি পিসিপি’র শ্রদ্ধা নিবেদন
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২২ এপ্রিল ২০২৩

রাঙামাটির কুদুকছড়িতে “২২ এপ্রিল ’৯৯ লড়াইয়ের রাজপথে আত্মবলিদানকারী শহীদ সুর মনি-প্রতুলসহ বীর শহীদদের” প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি সদর উপজেলা শাখা।
‘শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, সংগ্রামীদের মর্যাদা অক্ষুণ্ণ রাখবো’ শ্লোগানে আজ শনিবার (২২ এপ্রিল ২০২৩) সকাল ৬টায় কুদুকছড়িতে শহীদ সুর মনি চাকমাসহ শহীদদের প্রতি নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পিসিপি’র নেতৃবৃন্দ ও শহীদ সুর মনি চাকমার পরিবারবর্গ।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ২২ এপ্রিল খাগড়াছড়িতে পাহাড়ি গণ পরিষদ (পিজিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর যৌথ সম্মেলন উপলক্ষে আয়োজিত গণসমাবেশে যোগদান করতে গিয়ে পুলিশের বেপরোয়া গুলিতে শহীদ হন সুর মনি চাকমা ও প্রতুল চাকমা। এর মধ্যে সুর মনি চাকমার বাড়ি রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ইউনিয়নের কুদুকছড়ি উপর পাড়ায় এবং প্রতুল চাকমার বাড়ি খাগড়াছড়ির পানছড়িতে।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন