কুদুকছড়িতে সেনাবাহিনী কর্তৃক ১ নিরীহ ব্যক্তি ও ২ স্কুল ছাত্রকে আটক!

রাঙামাটি ।। রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া থেকে এক নিরীহ ব্যক্তি ও দুই স্কুল ছাত্রকে আটকের খবর পাওয়া গেছে।
আজ সোমবার (৩১ জানুয়ারি ২০২২) বিকালে এ আটকের ঘটনা ঘটে।
জানা যায়, আজ বিকাল সাড়ে ৪টার সময় স্থানীয় কুদুকছড়ি সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য হেডম্যান পাড়ার বাসিন্দা জ্যোতিষ চাকমার বাড়িতে আসে। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর চলে যাবার সময় সেনারা বাড়ির মালিক জ্যোতিষ চাকমা (৫০), পিতা- কালি কিংকর চাকমা, তার ছেলে রনেল চাকমা (বড় মহাপূরম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র) ও তার বাড়িতে থাকা মহাপূরম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র উচ্ছ্বাস চাকমা (১৬), পিতা- প্রীতি রঞ্জন চাকমাকে ক্যাম্পে ধরে নিয়ে যায়।
রাত ৮টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাদেরকে ছেড়ে দেয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে, এ আটকের ঘটনায় এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন এবং আটককৃতদের নিঃশর্তে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন