কুদুকছড়ির ডুলুছড়ি মৌনপাড়ায় আবারো ঘরবাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, গ্রামবাসীরা আতঙ্কে

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ইউনিয়নের ডুলুছড়ি মৌন পাড়ায় সেনাবাহিনী আবারো সাধারণ গ্রামবাসীদের ঘরবাড়িতে তল্লাশি চালিয়েছে ও লোকজনকে নানাভাবে হয়রানি করেছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে গ্রামবাসীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৭:৩০টার সময় দক্ষিণ কুদুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবাসিক ভবনে অস্থায়ী ক্যাম্প বানিয়ে অবস্থান করা সেনা সদস্যদের মধ্য থেকে ২৩ জনের একটি সেনা দল আবারো ডুলুছড়ি মৌন পাড়ায় হানা দেয়। সেনারা দ্বিতীয় দফায় সুবন্ত চাকমা (৩৫), পিতা-মৃত পরিময় লেন্দু চাকমার বাড়িতে তল্লাশি চালায়। তবে এ সময় তাঁর বাড়িতে কোন লোকজন ছিল না। সবাই জুম ক্ষেতে কাজে গিয়েছিলেন।
এর আগে গতকাল (১৬ সেপ্টেম্বর) সেনারা তার (সুবন্ত চাকমা) বাড়িতে প্রথমবার তল্লাশি চালিয়ে জিনিসপত্র তছনছ করে দিয়েছিল। এ সময় সেনা সদস্যরা বাড়িতে রাখা নগদ ৪৫০ টাকা নিয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেছেন।
আজ তার (সুবন্ত চাকমা) বাড়িতে তল্লাশির সময় সেনারা পার্শ্ববর্তী বাড়িতে থাকা রাসেল চাকমা, পিতা- সুজল চাকমা নামে ৭ম শ্রেণির পড়ুয়া এক স্কুলছাত্রকে হুমকির সুরে “ইউপিডিএফের লোকজন কোথায় থাকে?”সহ নানা প্রশ্ন জিজ্ঞাসা করে। এতে সুজল চাকমা ভয় পেয়ে যায়। পরে তার মা তাকে স্কুলে পাঠিয়ে দেন।
এরপর সেনারা আরো দুই গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালায়। এরা হলেন- সুজন চাকমা (৩০), পিতা- মৃত ভদ্র কুমার চাকমা ও রিপন চাকমা(৪৬), পিতা- শান্তি রন্জন চাকমা।

রিপন চাকমার বাড়িতে তল্লাশির সময় সেনারা রহিম চাকমা নামে এক শিশুর খেলনা ভেঙে দেয়। এছাড়া জিনিসপত্র তছনছসহ শুটকি ও রান্নার জন্য রাখা সবজি নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাড়িতে থাকা কিশোরী পানি আনতে ঝিরিতে গিয়েছিলেন।
পরে সুজন চাকমার বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা বাড়ির ভিতর গর্ত খুঁড়ে তল্লাশির চেষ্টা করে। তবে সুজন চাকমার স্ত্রী শিউলী চাকমার বাধার কারণে তা করতে পারেনি।
তল্লাশির পর সেনা সদস্যরা আবারও দক্ষিণ কুদুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে চলে যায় বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে কুদুকছড়ি সাব-জোন থেকে ৪০ জনের একদল সেনা সদস্য দক্ষিণ কুদুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবাসিক ভবনে অস্থায়ী ক্যাম্প বানিয়ে অবস্থান করছে। সেখান থেকে তারা ডুলুছড়ি মৌনপাড়াসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বর্তমানে সেনা অপারেশন ও তল্লাশির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে জনমনে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। কোন কোন জায়গায় এর প্রতিবাদে জনগণ রাস্তায় নেমে বিক্ষোভও দেখিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।