ঢাকায় গারো তরুণীকে ধর্ষণ এবং রামুতে চাক তরুণীকে অপহরণ চেষ্টার প্রতিবাদে

কুদুকছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ

0

hwf2রাঙামাটি : “নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন” এই শ্লোগানে ঢাকায় গারো তরুণীকে ধর্ষণ ও রামুতে বান্দরবানের এক চাক তরুণীকে অপহরণ চেষ্টার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে রাঙামাটির কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখা।

আজ সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় কুদুকছড়ি বড় মহাপূরম উচ্চ বিদ্যালয় গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে ইউপিডিএফ কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি মন্টি চাকমা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীতিশোভা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও পিসিপি রাঙামাটি জেলা সভাপতি কুনেন্টু চাকমা।

সমাবেশে নিরূপা চাকমা বলেন, ঢাকায় গারো নারী ধর্ষণ ও রামুতে বান্দরবানের এক চাক তরুণীকে অপহরণের চেষ্টার ঘটনা নতুন নয়। প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে। এর আগেও ঢাকায় এক গারো তরুণী কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মাইক্রোবাসে বাঙালি কর্তৃক গণধর্ষণের শিকার হয়েছিল। একইভাবে গত বৃহস্পতিবার আরো এক গারো তরুণীকে রিক্সায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। তিনি নারী ধর্ষণ, খুন-গুমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

কুনেন্টু চাকমা তার বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী ধর্ষণ-নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত এধরনের ঘটনা ঘটলেও অপরাধীরা রেহাই পেয়ে যাচ্ছে। তিনি গারো নারী ধর্ষণ ও চাক নারীকে অপহরণ চেষ্টার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।

মন্টি চাকমা বলেন, বর্তমান সরকার প্রধান নারী হয়েও তাঁর দেশে প্রতিনিয়ত নারী ধর্ষণ, নারী অপহরণ হচ্ছে। কোন সুষ্ঠু বিচার হচ্ছে না। ২০ বছরেও কল্পনা চাকমা অপহরণ ঘটনার কোন বিচার না হওয়া তারই উজ্জ্বল দৃষ্টান্ত। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় পার পেয়ে তারা আবারো অপকর্ম করতে উৎসাহিত হচ্ছে। তিনি গারো তরুণীকে ধর্ষণ ও চাক তরুণীকে অপহরণ চেষ্টার সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এ ধরনের ঘটনা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
——————-

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More