খাগড়াছড়িতে ‘অপশক্তি প্রতিরোধ’ দিবসে শাসকগোষ্ঠীর দমন-পীড়নের বিরুদ্ধে মশাল মিছিল

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

খাগড়াছড়িতে আজ ৩০ অক্টোবর ২০২৩ ‘অপশক্তি প্রতিরোধ’ দিবসে মশাল মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।

ঢাকায় গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশে পুলিশি বর্বর হামলার প্রতিবাদে এবং শাসকগোষ্ঠীর সকল ধরণের ষড়যন্ত্র নিষ্ঠুর দমন-পীড়নের বিরুদ্ধে এই মশাল মিছিলের আয়োজন করা হয়।

আজ সন্ধ্যা ৭টার দিকে খাগড়াছড়ি সদরের নারাঙহিয়ে রেড স্কোয়ার থেকে মশাল মিছিলটি শুরু হয়ে স্বর্নিভর শহীদ অমর বিকাশ চাকমা সড়কে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারন সম্পাদক অনিমেষ চাকমা ও দপ্তর সম্পাদক জুয়েল চাকমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনে ৩০ অক্টোবর একটি গৌবরজ্জ্বল দিন। ১৯৯৩ সালের এই দিনে শাসকগোষ্ঠির অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে এক বীরত্বপূর্ণ ইতিহাস রচনা করেছিল। সেদিন ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের ফলে প্রশাসন অন্যায়ভাবে আটক ছাত্রনেতাদের মুক্তি দিতে বাধ্য হয় এবং প্রতিরোধের স্মারক হিসেবে নারাঙহিয়া চৌমুহনীকে রেডস্কোয়ার নামকরণ করা হয়।

বক্তারা আরো বলেন, শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন জারি রেখে গণতান্ত্রিক অধিকার হরণসহ পাহাড়ি জনগণের অস্তিত্ব ধ্বংসে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে সভা-সমাবেশের মত গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ, বাধা-প্রদান, হামলা করছে। গত ২৮ অক্টোবর ঢাকায় গণতান্ত্রিক ছাত্র জোটের ফ্যাসিবাদি আওয়ামী সরকারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশ হামলা চালিয়ে নেতা-কর্মীদের আহত করেছে।

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারও কেড়ে নিয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, দেশের সকল নাগরিকের সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। হামলা করে দেশের মানুষের নায্য আন্দোলনকে ঠেকানো যাবে না।

বক্তারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে শাসকগোষ্ঠির দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More