খাগড়াছড়িতে ইউপিডিএফের সমাবেশে ঠ্যাঙাড়েদের হামলা, বেশ কয়েকজন আহত

0

সন্ত্রাসীদের হামলায় আহত এক বৃদ্ধা নারী।

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫

খাগড়াছড়িতে ইউপিডিএফের আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে জানা গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

আজ (৫ আগস্ট ২০২৫) ফ্যাসিস্ট হাসিনার পতন দিবস উপলক্ষে “অবিলম্বে পূর্ণস্বায়ত্তশাসন দাবি মেনে পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণের দাবিতে” ইউপিডিএফ খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ারে উক্ত বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিল নিয়ে চেঙ্গী স্কয়ারে গেলে সেখানে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা সমাবেশে আগত লোকজনের ওপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। সন্ত্রাসীরা প্রথমে গুলতি দিয়ে আক্রমণ চালায়, পরে গুলি ছোঁড়ে বলে অভিযোগ উঠেছে।

হামলার সময় পুলিশ ও প্রশাসনের লোকজন সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। তারা হামলাকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি।

এর আগে সকাল থেকে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা দীঘিনালা, খাগড়াছড়ি সদরের জিরো মাইল ও ভাইবোনছড়ার দেওয়ান পাড়ায় সমাবেশে আগত লোকজনকে বাধা দেয় এবং লোকজন বহনকারি গাড়ি ফেরত পাঠিয়ে দেয়।

* আরো পড়ুন:  খাগড়াছড়িতে ইউপিডিএফের সমাবেশে আসার পথে লোকজনকে পথে পথে বাধা!



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More