খাগড়াছড়িতে কম্পিউটার প্রশিক্ষক কর্তৃক এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের চেষ্টা!
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

খাগড়াছড়ি জেলা সদরে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে কলেজ পড়ুয়া এক পাহাড়ি ছাত্রীকে মো. কাউসার হোসেন (৩০) নামের এক কম্পিউটার প্রশিক্ষক কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর ২০২৩) সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগরস্থ বীর মুক্তিযোদ্ধা শামছুল হক আইসিটি পয়েন্ট নামের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কক্ষে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ধর্ষণ চেষ্টাকারী মো. কাউসার হোসেনের বাড়ি কৃষি গবেষণা এলাকায় বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকাল ৮টার সময় ভুক্তভোগী ছাত্রী কম্পিউটার শিখতে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক আইসিটি পয়েন্টে যায়। এ সময় কম্পিউটার প্রশিক্ষণ কক্ষে একা পেয়ে কম্পিউটার প্রশিক্ষক মো. কাউসার ওই ছাত্রীকে নানা কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে মো. কাউসার ছাত্রীর হাত চেপে ধরে ও পরে অতর্কিতে পিছন দিক থেকে তাকে জড়িয়ে ধরে। এতে ওই ছাত্রী চিৎকার দিলে পাশের রুমে থাকা প্রতিষ্ঠানের পরিচালক মো. রিয়াজ উদ্দিন এগিয়ে যান এবং ঘটনা ধামাচাপা দিতে সেখানে মীমাংসার চেষ্টা চালান। ধর্ষণ চেষ্টাকারী মো. কাউসার হোসেন রিয়াজ উদ্দিনের শ্যালক হয় বলে জানা গেছে।
কিন্তু তৎক্ষণাত ঘটনাটি জানাজানি হলে ছাত্রীর সহপাঠী অনেকে ঘটনাস্থলে ছুটে যায়।
পরে ত্রিপুরাদের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রশিক্ষক মো. কাউসারকে খাগড়াপুরস্থ ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের অফিসে নিয়ে যায়। কিন্তু ধর্ষণ চেষ্টাকারী মো. কাউসারের সাথে তাদের পূর্ব পরিচিতি হওয়ায় নেতৃবৃন্দ তার পক্ষ নিয়ে পক্ষপাতদুষ্ট সমাধানের প্রচেষ্টা চালান। তারা আইনের আশ্রয় নিলে নানা জটিলতার কথা বলে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন এবং পরে অঙ্গীকারনামা নিয়ে মো. কাউসারকে ছেড়ে দেন।
এদিকে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের নেতৃবৃন্দের এমন সিদ্ধান্তে ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন