খাগড়াছড়িতে গ্রাফিতি অঙ্কনরত শিক্ষার্থীদের উপর সেনা হামলার প্রতিবাদে চবিতে সমাবেশ

চবি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১২ আগস্ট ২০২৪
খাগড়াছড়িতে কল্পনা চাকমার গ্রাফিতিসহ বিভিন্ন গ্রাফিতি অঙ্কন ও দেওয়াল লিখন করতে গিয়ে শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর হামলা-মারধরের প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় তারা “খাগড়াছড়িতে শিক্ষার্থীদের উপর হামলা কেন?; কল্পনা চাকমা কোথায়?; পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও; পাহাড়ে সেনাবাহিনীর লাগামহীন সন্ত্রাস কী জবাব দেবে বাংলাদেশ; পাহাড় থেকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহা কর; সমতল বৈষম্য মুক্ত হল পাহাড় কেন নয়” ইত্যাদি শ্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আজ সোমবার (১২ আগস্ট ২০২৪) বিকাল ৪:৩০টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইব্রাহিম রনি, সুমাইয়া সিকদার, ধ্রুব বড়ুয়া, ঈশা দে ও পাহাড়ি শিক্ষার্থীদের পক্ষ থেকে রোনাল চাকমা প্রমুখ।
বক্তারা অবিলম্বে পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহারসহ সংখ্যালঘু জাতিসত্তার অংশগ্রহণে সারা দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করে শোষণ-বৈষম্যহীন সমাজ গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন




সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।