খাগড়াছড়িতে গ্রাফিতি আঁকার সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে!

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১২ আগস্ট ২০২৪
খাগড়াছড়ি সরকারি কলেজে গ্রাফিতি আঁকার সময় শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনী কর্তৃক হামলা, লাঠিচার্জ ও রঙের কৌটাগুলো লাথি মেরে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে একজন শিক্ষার্থীকে তুলে নেয়ার অভিযোগও করেছেন শিক্ষার্থীরা।
আজ ১২ আগস্ট ২০২৪ দুপুরে এ ঘটনাটি ঘটেছে।
খাগড়াছড়ি সদর জোন কমাণ্ডার লে. কর্ণেল আবুল হাসনাত-এর নেতৃত্বে কয়েকটি গাড়িতে সেনাবাহিনীর সদস্যরা এসে এ হামলা চালিয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

গতকাল একটি ভিডিওতে গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সম্মুখে কথা বলতে দেখা যায় লে. কর্ণেল আবুল হাসনাতকে। এতে তাকে ‘যার যা ইচ্ছে তা আঁকা যাবে, কোন অসুবিধা নেই’ এমন কথা বলতে শোনা যায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলছেন লে. কর্ণেল আবুল হাসনাত। ১১ আগস্ট ২০২৪, খাগড়াছড়ি
কিন্তু আজ কেন শিক্ষার্থীদের ওপর এ হামলা চালানো হয়েছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১০ আগস্ট কল্পনা চাকমার প্রতিকৃতি সম্বলিত গ্রাফিতি মুছে দেয়া হয়েছিল। এতে সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে প্রতিবাদ দেখা দেয় এবং গতকাল পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের কল্পনা চাকমাকে নিয়ে গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা।
সারাদেশে শিক্ষার্থীদের গ্রাফিতি আঁকার কর্মসূচির অংশ হিসেবে পাহাড়ের শিক্ষার্থীরাও গত ১০ আগস্ট থেকে গ্রাফিতি আঁকা ও দেয়াল লিখনের কর্মসূচি পালন করছিলেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।