খাগড়াছড়িতে ছাত্র নির্যাতনকারী শিক্ষক রাকিবকে বহিষ্কারের দাবিতে টিএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৩০ জুলাই ২০২৩

ছাত্র নির্যাতনকারী ও সাম্প্রদায়িক ঘটনার সাথে জড়িত খন্ডকালীন শিক্ষক মো. আনোয়ার হোসেন (রাকিব) এর স্থায়ী বহিষ্কার দাবিতে বিক্ষোভ মিছিল করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএসসি)-এর ছাত্র নির্যাতনকারী ও সাম্প্রদায়িক ঘটনার সাথে জড়িত খন্ডকালীন শিক্ষক মো. আনোয়ার হোসেন (রাকিব)-কে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওই প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

আজ রবিবার (৩০ জুলাই ২০২৩)  সকাল ১০টায় শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। তারা মিছিল নিয়ে চেঙ্গী স্কোয়ার, মহাজন পাড়া হয়ে শহরের মুক্তমঞ্চে গিয়ে সমাবেশ করেন।

সমাবেশে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী পূর্ণ জীবন চাকমার সভাপতিত্বে ও ১ম বর্ষের শিক্ষার্থী সংঘমিত্র চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী অন্তরা চাকমা ও আইকন চাকমা।

শিক্ষার্থীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের খন্ডকালীন শিক্ষক মো. আনোয়ার হোসেন (রাকিব)-এর স্থায়ী বহিষ্কার দাবি জানিয়ে বলেন, গত ১৪ জুন শিক্ষক রাকিব ছাত্র আইকন চাকমাকে অন্যায়ভাবে বেত্রাঘাত করেন। এ ঘটনায় অধ্যক্ষের কাছে বিচার চাওয়ায় ক্ষুব্ধ হয়ে রাকিব সেদিন বাঙালি ছাত্রদের উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামার রূপ দেন। একজন শিক্ষকের কাছ থেকে আমরা এ ধরনের আচরণ কখনো আশা করিনি।

তারা শিক্ষক রাকিবের বিরুদ্ধে পাহাড়ি ছাত্রদের নানা হুমকি প্রদানের অভিযোগ করে বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি যে মনোভাব পোষণ করেন তা শিক্ষক সমাজের জন্য কলঙ্ক। আমরা তার মতো সাম্প্রদায়িক মনোভাবাপন্ন শিক্ষক চাই না এবং এরকম শিক্ষকের কাছ থেকে আমরা কখনো সুশিক্ষা পেতে পারি না। এই শিক্ষা প্রতিষ্ঠানে তার মতো শিক্ষক থাকলে প্রতিনিয়ত নানা ঘটনা ঘটতে পারে। আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মকে বিপদের মুখে ফেলে দিতে পারি না। তাই আমরা ভবিষ্যতে যাতে সুষ্ঠুভাবে পড়ালেখা করতে পারি সেজন্য খন্ডকালীন শিক্ষক রাকিবকে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে স্থায়ী বহিষ্কার দাবি করছি।

সমাবেশে গত ১৪ জুন শিক্ষক রাকিব কর্তৃক বেত্রাঘাতের শিকার হওয়া শিক্ষার্থী আইকন চাকমা সেদিনের সৃষ্ট ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা মুক্ত মঞ্চ থেকে আবারো মিছিল নিয়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ গেইটে এসে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করেন ।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More