খাগড়াছড়িতে জামিনে মুক্তি পাওয়া হিল উইমেন্স ফেডারেশনের কর্মী-সমর্থকদের সংবর্ধনা

0

খাগড়াছড়ি : গত ৭ জুন (বুধবার) খাগড়াছড়ি সদরের স্বনির্ভরে শান্তিপুর্ণ মিছিলে বিজিবি-পুলিশের হামলায় আটক ও পরে কোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়া হিল উইমেন্স ফেডারেশনের কর্মী-সমর্থকদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। জামিনে মুক্তি পাওয়াদের মধ্যে রয়েছেন- ১.এন্টি চাকমা, ২.জনতা চাকমা ৩.বিশাখা চাকমা ৪.রুপা চাকমা ৫. সোনাবী চাকমা। এর মধ্যে বিশাখা চাকমাকে তার আত্মীয়-স্বজনরা বাড়িতে নিয়ে যাওয়ায় তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

khgreception,08.06.17

গতকাল বৃহস্পতিবার (৮ জুন) বিকালে জামিনে মুক্তি পাওয়ার পর স্বনির্ভর বাজারে ইউপিডিএফ কার্যালয়ের সম্মুখে চৌরাস্তায় পিসিপি ও এইচডব্লিউএফ-এর পক্ষ থেকে তাদেরকে ফুলের মালা পরিয়ে তাৎক্ষণিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।  এ সময় পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশনের প্রায় শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকাল থেকে হিল উইমেন্স ফেডারেশনসহ সংগঠনের শুভাকাঙ্খি ও সমর্থকদের প্রায় ৫০ জনাধিক একটি টীম খাগড়াছড়ির জেলা জর্জ কোর্টে অবস্থান নেয়। জামিনে মক্তি পাওয়ার পর তারা মুক্তিপ্রাপ্ত ৫ কর্মী-সমর্থককে সরাসরি স্বনির্ভরস্থ ইউপিডিএফ কার্যালয়ে নিয়ে আসেন।

স্বনির্ভর বাজারের বটতলায় তাঁদেরকে স্বাগত জানান হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমার নেতৃত্বে পিসিপি ও এইচডব্লিউএফ নেতৃবৃ্ন্দ। এরপর ইউপিডিএফ কার্যালয়ে পৌঁছলে তাঁদেরকে স্বাগত জানান ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিটের সদস্য মাইকেল চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা ও সাধারণ সম্পাদক অনিল চাকমা।

মুক্তিপ্রাপ্তদের সংবর্ধনা উপলক্ষে স্বনির্ভর বাজারে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের খাগাড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা, সংগঠনিক সম্পাদক রেশমী মারমা ও পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি তপন চাকমা।
khgreception2,08.06.17

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের নারী সমাজ জেগেছে। সরকার ও তার পেটোয়া বাহিনী শত দমন-পীড়ন গ্রেফতার নির্যাতন চালালেও রাজপথ থেকে হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মী ও সমর্থকদের সরাতে পারবে না।

বক্তারা আগামীতে যে কোন কঠিন পরিস্থিতি মোকাবেলা করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করার জন্য উপস্থিত নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, কল্পনা চাকমা’র অপহরণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বুধবার সকালে হিল উইমেন্স ফেডারেশন-এর খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে স্বনির্ভরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ইউপিডিএফ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে স্বনির্ভর বটতলার দিকে আসতে চাইলে বিজিবি-পুলিশ সদস্যরা বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা চালায়। মিছিলকারীরর এর প্রতিবাদ জানালে বিজিবি-পুলিশ সদস্যরা মিছিলে অংশগ্রহণকারী নারীদের উপর বেপরোয়া লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন নারী আহত হন। পরে বিজিবি-পুলিশ সদস্যরা স্বনির্ভর বাজারের দোকানপাটসহ পার্শ্ববর্তী উত্তর খবংপয্যা গ্রামে ঢুকে ঘরবাড়ি তল্লাশি চালিয়ে হিল উইমেন্স ফেডারেশনের কর্মী-সমর্থকসহ ২১ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিকালে ১৩ জনকে ছেড়ে দেওয়া হলেও বাকী ৮ জনকে থানায় আটক রাখা হয়।

বৃহস্পতিবার দুপুরে আটক ৮ জনকে খাগড়াছড়ির অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নেওয়া হয়। আদালত উক্ত ৫ জনের জামিন মঞ্জুর করে বাকী ৩ জনকে (পিপি চাকমা, সোনালী চাকমা ও মেকিনা চাকমা) কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More