খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ডাকে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

ডেস্ক রিপোর্ট, সিএইচটি নিউজ
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ি জেলায় জুম্ম ছাত্র জনতার ডাকে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।
খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণির পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও শাস্তি এবং ছাত্র নেতা উক্যনু মারমাকে তুলে নিয়ে হেনস্তার ঘটনায় জড়িত সেনা কর্মকর্তার অপসারণ দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে।
গতকাল (২৬ সেপ্টেম্বর) খাগড়াছড়িতে আয়োজিত নিপীড়ন বিরোধী মহাসমাবেশ থেকে তারা এই অবরোধ কর্মসূচির ডাক দেয়।
আজ (শনিবার) ভোর থেকে খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে জুম্ম ছাত্র জনতা পিকেটিং করছে।
আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, অবরোধের সমর্থনে সকালে শহরের চেঙ্গী স্কায়াারে টায়ার জ্বালিয়েছে পিকেটাররা। অপরদিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের ছোটনালাসহ বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিযেছে জুম্ম ছাত্র জনতা।



গুইমারা প্রতিনিধি জানান, অবরোধের সমর্থনে সকালে গুইমারা জোড়াব্রীজ এলাকায় (খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়ক) টায়ার জ্বালিয়ে জুম্ম ছাত্র জনতা পিকেটিং করছে। অবরোধের কারণে সড়কে যানবাহন চলাচল করছে না।

রামগড় প্রতিনিধি জানান, খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কের যৌথখামার এলাকায় জুম্ম ছাত্র জনতা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ কর্মসূচি পালন করছে। অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিজিবি সদস্যদের সড়কে টহল দিতে দেখা গেছে।



মহালছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ি-মহালছড়ি ও মহালছড়ি-রাঙামাটি সড়কসহ অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে জুম্ম ছাত্র জনতা অবরোধ কর্মসূচি পালন করছে।


এছাড়া খাগড়াছড়ি-দীঘিনালা সড়কেও অবরোধ পালনের খবর পাওয়া গেছে।
সকাল সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের সিঙ্গিনালায় প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে তিনজন বাঙালি যুবক কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ৮ম শ্রেণির এক ছাত্রী। উক্ত ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে গ্রেফতার করা হলেও বাকী দু’জন এখনো পলাতক রয়েছে।
উক্ত ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র জনতা ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করে এবং পরদিন (২৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলায় আধাবেলা অবরোধ কর্মসূচি পালন করে। কিন্তু অবরোধের পালনের দিনই রাতে জুম্ম ছাত্র জনতার অন্যতম নেতা উক্যনু মারমাকে সেনাবাহিনী খাগড়াছড়ির মধুপুর বাজার থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে শারীরিক নির্যাতন ও হেনস্তা করে। এরপর গতকাল (২৬ সেপ্টেম্বর) পূর্বঘোষিত নিপীড়ন বিরোধী মহাসমাবেশ থেকে জুম্ম ছাত্র জনতা আবারো খাগড়াছড়ি জেলায় আজকের সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।