খাগড়াছড়িতে তিন সংগঠনের সড়ক অবরোধকে কেন্দ্র করে ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা !
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি: দীঘিনালার বাবুছড়ায় পাহাড়ি গ্রামবাসীদের উপর বিজিবি, পুলিশ ও সেটলারদের হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে গতকাল রবিবার ইউপিডিএফের সহযোগী তিন সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের আধাবেলা সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। খাগড়াছড়ি, গুইমারা ও মানিকছড়ি থানায় এসব মামলা দায়ের করা হয়।
সোমবার সকালে খাগড়াছড়ি থানায় দায়েরকৃত মামলায় ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের কয়েকজনের নাম উল্লেখ করে দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
অপরদিকে, জেলার গুইমারা ও মানিকছড়িতে অবরোধ চলাকালে ভাঙচুরের অভিযোগ করে ১৫ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।