খাগড়াছড়িতে ত্রিপুরা ছাত্রীকে গণধর্ষণের ঘটনার নিন্দা জানিয়েছে বাসদ(মার্কসবাদী)

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা আজ ১৭ জুলাই ২০২৫ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খাগড়াছড়িতে ১৪ বছরের এক ত্রিপুরা ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে মাসুদ রানা বলেন, “খাগড়াছড়ির ভাইবোনছড়ায় সম্প্রতি ১৪ বছরের এক ত্রিপুরা ছাত্রীকে গণধর্ষণের ঘটনা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিই নির্দেশ করে। গণধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যার চেষ্টার ফলে এ জঘন্য ঘটনাটি প্রকাশিত হয়েছে। গণধর্ষণের সাথে স্থানীয় স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের কর্মীরা যুক্ত বলে জানা গিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত ব্যর্থতার ফলে সারাদেশে অব্যাহত ধর্ষণ, গণধর্ষণ, হত্যা, নির্যাতনের ঘটনা বাড়ছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু জাতিসত্ত্বার উপর জাতিগত নিপীড়নের হাতিয়ার হিসেবে ধর্ষণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। পূর্বের এরকম অনেকগুলো ঘটনায় যথাযথ বিচার হয়নি বরং ধর্ষক ও নিপীড়নকারীদের আশ্রয়প্রশয় দেওয়া হয়েছে। আজও ভাইবোনছড়ায় ধর্ষকদের বিচারের দাবিতে আন্দোলনরত স্থানীয় জনগণকে সামরিক বাহিনী বাধা দিয়েছে এবং দুইজন প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে। আমরা এ অন্যায় গ্রেপ্তারের প্রতিবাদ জানাই এবং অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করছি।”
বিবতিতে তিনি খাগড়াছড়িতে সংঘটিত এই গণধর্ষণের ঘটনায় যুক্ত ধর্ষকদের অবিলম্বে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।