খাগড়াছড়িতে পর্যটক অপহরণের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা-কর্মী আটক

আটক স্বেচ্ছাসেবক দলের চার নেতাকর্মী। সংগৃহিত ছবি
খাগড়াছড়ি, সিএইচটি নিউজ
শনিবার, ৩০ আগস্ট ২০২৫
খাগড়াছড়িতে ৬ পর্যটককে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় বিএনপি’র জেলা স্বেচ্ছাসেবক দলের চার নেতাকর্মী আটক হয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেলে মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা তাদেরকে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে বলে জানা যায়।
আটকরা হলেন- খাগড়াছড়ির দক্ষিণ গঞ্জপাড়ার বজলুর রহমানের ছেলে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আতাউর রহমান সুজন (২২), ইসলামপুরের আবুল কালামের ছেলে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দ্বীন ইসলাম পারভেজ (৩০), কলাবাগানের হোসেন আলীর ছেলে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দেলোয়ার হোসেন (২৭) এবং তেতুলতলার সুকুমার চাকমার ছেলে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুনা প্রিয় চাকমা (৩৬)।
বিভিন্ন মিডিয়ার খবরে জানা গেছে, গত বুধবার খাগড়াছড়িতে বেড়াতে এসে একটি হোটেলে রাতযাপনের পরদিন রাঙামাটি যাওয়ার পথে ছয়জন পর্যটককে অপহরণ করা হয়। মোটরসাইকেলে করে তাদের রাঙামাটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনের কাছ থেকে ৫৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া হয়। এদের মধ্যে মো. সেলিম নামে একজনকে রাঙামাটি পুলিশ উদ্ধার করে তাদের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে। বাকি তিনজনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
অপহৃত পর্যটকরা হলেন- সিরাজগঞ্জের খুকসা বাড়ি গ্রামের মুকাদ্দেস (৪০) ও সিরাজগঞ্জের পুরান বাঙা বাড়ি গ্রামের সেলিম আহমেদ (৫০), অনিক তালুকদার (৪০) এবং একই গ্রামের মমিন (৩৬), পুরান বাঙা বাড়ির নিজাম (৩৫) ও ফেনীর তারেক (২৫)।
আটক হওয়া চারজন যে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী—এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সূত্র: ঢাকা পোস্টসহ অন্যান্য সংবাদ মাধ্যম
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।