খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ায় সেটলার বাঙালি কর্তৃক পাহাড়ি কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম, গুইমারা-মাটিরাঙ্গাগ উপজেলা শাখা।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বিকাল ৪টার সময় গুইমারা উপজেলার সাইংগুলি পাড়া এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে পিসিপির গুইমারা উপজেলা শাখার সভাপতি নিকেল চাকমা সভাপতিত্বে ও একই শাখার সাংগঠনিক সম্পাদক থোয়াইচিং মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য রিকেন চাকমা ও একই সংগঠনের মাটিরাঙ্গা উপজেলা শাখার অর্থ সম্পাদক লালন ত্রিপুরা।
বক্তারা পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে সেটলার বাঙালিরা পাহাড়ি নারীদের ওপর প্রতিনিয়ত ধর্ষণ-নিপীড়নের ঘটনা সংঘটিত করে যাচ্ছে। ভাইবোনছড়ার ঘটনা তারই ধারাবাহিক অংশ। অতীতে সংঘটিত ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা বার বার ঘটছে।
বক্তারা গণধর্ষণের ঘটনায় জড়িত গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা এবং এখনো যারা গ্রেফতার হয়নি তাদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।