খাগড়াছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে হামলার প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ

0

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৯ আগস্ট ২০২৪

খাগড়াছড়ি সদরের চেঙ্গীস্কোয়ারে গতকাল (১৮ আগস্ট) ‘রক্তাক্ত জুলাই ২০২৪’ ও ‘স্বনির্ভর হত্যাকাণ্ড ২০১৮-এ নিহত আবু সাঈদ-মুগ্ধ, তপন-এল্টন-পলাশসহ ফ্যাসিস্ট হাসিনা আমলে সকল শহীদদের সম্মানে `দমন-পীড়নের বিরুদ্ধে পাহাড়ের প্রতিবাদী ছাত্র-যুব-নারী সমাজ’ এর ব্যানারে আয়োজিত স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মহালছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৯ আগস্ট ২০২৪) দুপুর ২টার সময় ইউপিডিএফ মহালছড়ি ইউনিট এই বিক্ষোভের আয়োজন করে।

মিছিল পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সমাাবেশে ইউপিডিএফ সংগঠক পূরণ চাকমার সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে স্থির চাকমা বলেন, গতকাল খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কোয়ারে দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাইদ-মুগ্ধ… ও ২০১৮ সালে স্বনির্ভর হত্যাকাণ্ডে শহীদ তপন-এল্টন-পলাশসহ সকল শহীদদের স্মরণে শান্তিপূর্ণ স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা গুলতি ও ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা চোখে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। এছাড়া সন্ত্রাসীরা অনুষ্ঠানে আসা কয়েকজনকে ধরে নিয়ে হুমকি প্রদান ও হয়রানি করে।

সেনাবাহিনীর এজেন্ডা বাস্তবায়ন করতে এ ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে ঐক্যের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে নস্যাৎ করে দিতে চাচ্ছে। স্বনির্ভর হত্যাকাণ্ডের সাথেও এই সন্ত্রাসীরা জড়িত ছিল। তাই সন্ত্রাসীদের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বিক্ষোভ সমাবেশ থেকে তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More