খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের পাশে পিসিপি’র “কুইক রেসপন্স টিম”

0

বন্যার পানি ঢুকে পড়া বাড়ি থেকে জিনিসপত্র স্থানান্তরে সহায়তা করছেন কুইক রেসপন্স টিমের সদস্যরা।


নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪

খাগড়াছড়ি সদরে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর উদ্যোগে গঠিত “কুইক রেসপন্স টিম” এবং এলাকার ছাত্র-যুবক ও জনগণ। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৪) দিনব্যাপী তারা ক্ষতিগ্রস্তদের নানা সহায়তা প্রদান করেছেন।

বন্যার পানি ঢুকে পড়া বাড়ি থেকে জিনিসপত্র স্থানান্তরে সহায়তা করছেন টিমের সদস্যরা।

বন্যার পানিতে প্লাবিত হয় দক্ষিণ খবংপুজ্জে এলাকা। 

দুর্গত মানুষের জন্য রান্না-বান্না করতে শুকনো লাকড়ি বহন করে নিয়ে যাচ্ছেন টিমের সদস্যরা।

দুর্গত মানুষের জন্য রান্না-বান্না করতে শুকনো লাকড়ি নিয়ে যাচ্ছে টিমের সদস্যরা।

পিসিপির ফেসবুক পেইজে এ বিষয়ে বলা হয়, কুইক রেসপন্স টিমের সদস্যরা নৌকা নিয়ে বন্যার পানিতে আটকা পড়াদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে প্রেরণ ও বাসার বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী স্থানান্তর, অর্থ ও চাল উত্তোলন করে প্রয়োজনীয় সামগ্রী ক্রয়, খাবার রান্নার জন্য শুকনো লাকড়ি বহনসহ রান্নার কাজে সহযোগিতা প্রদান করে। এতে বিভিন্ন এলাকার ছাত্র—যুবক ও জনগণও নিজেদের উদ্যোগে দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছেন।

দুর্গত মানুষের জন্য রান্না-বান্না করছেন এলাকার লোকজন

দুর্গতদের জন্য তরিতরকারি প্রস্তুত করছেন নারীরা।

ক্ষতিগ্রস্তদের মধ্যে দক্ষিণ খবংপুড়িয়ায় প্রাইমারি স্কুলে আশ্রয় কেন্দ্রে ৪১ জন এবং বাকিরা আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছেন। এছাড়া অন্যান্য এলাকায়ও বন্যা দুর্গত লোকজন সরকারি আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে রয়েছেন।

এদিকে, আবহাওয়া পূর্বাভাস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা চট্টগ্রামে আরো ভারী বৃষ্টি হতে পারে। খাগড়াছড়িতে পানি কিছুটা কমলেও ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে পরিস্থিতি আরো অবনতি হতে পারে। বন্যা পরবর্তী দুর্গতদের অবস্থা আরো খারাপ হবে। ইতিমধ্যে বসতিঘর, ধান্যজমি, ফসল, পুকুর তলিয়ে গেছে পানিতে। অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে। 

বন্যার্তদের জন্য বিভিন্ন জনের কাছ থেকে ত্রাণ উত্তোলন করছেন কুইক রেসপন্স টিমের সদস্যরা।

ত্রাণ উত্তোলন করছেন টিমের সদস্যরা।


প্রয়োজনে জরুরী সহায়তাকারীদের সাথে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার ও তথ্য দিয়ে সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে কুইক রেসপন্স টিমের পক্ষ থেকে।

জরুরী কল করার জন্য যাদের নাম্বার দেওয়া হয়েছে:

মিঠুন—০১৮৮৫-৩৩৬৮৫৭

অনিমেষ—০১৮৯৪-৫৯৮১৮৬

অংসালা—০১৬০২-৪৫১৭১৪

বিশাখা—০১৬৪৭-৫১৪৬০১

এন্টি—০১৫৭৫-৬৪২৭৪৪

সার্বিক তত্ত্বাবধানে:

শুভাশীষ—০১৮৫০-৩২০৯৪৬

রোনাল—০১৬১৯-৭৫৭৭৮৪

উল্লেখ্য, টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে খাগড়াছড়ি সদরে ব্যাপক বন্যা দেখা দেয়। এতে দক্ষিণ খবংপুজ্জে, স্বনির্ভর, নারাঙহিয়া, উপালি পাড়া, কলেজপাড়া, মধুপুর, মিলনপুরসহ বিভিন্ন এলাকার সমতল ও নিম্নাঞ্চলের বহু ঘরবাড়ি পানির নীচে তলিয়ে যায়। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। এছাড়া প্লাবিত হয়েছে পানছড়ি, দীঘিনালা ও মহালছড়ির বিভিন্ন এলাকাও। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও বন্যার্তদের সহায়তায় কাজ করছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More