খাগড়াছড়িতে বিতর্কিত ‘পঞ্চদশ সংশোধনী’ বাতিলের দাবিতে ইউপিডিএফের বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৩০ জুন ২০২৪
বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে বিতর্কিত ‘পঞ্চদশ সংশোধনী’ বাতিল ও সংবিধান সকল জাতিসত্তার স্বীকৃতির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পঞ্চদশ সংশোধনী কপি পুড়িয়ে প্রতিবাদ করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), খাগড়াছড়ি ইউনিট।
আজ শনিবার (৩০ জুন ২০২৪) সকাল ১০টায় স্বনির্ভর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা পরিষদ, নারাঙহিয়া হয়ে উপজেলা পরিষদ গেইট এলাকা ঘুরে আবার স্বনির্ভরে এসে সমাবেশে মিলিত হয়। এতে ৩ শতাধিক ছাত্র-ছাত্রী ও নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বিতর্পকিত ‘পঞ্চদশ সংশোধনী’ আইন পাসের ১৩ বছর পূর্তিতে “বাঙালি জাতীয়তা মানি না, লড়াই চলছে, চলবে” শ্লোগানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইউপিডিএফের খাগড়াছড়ি উপজেলা ইউনিটের সংগঠক লালন চাকমা ও পার্বত্য নারী সংঘের কেন্দ্রীয় সভাপতি কনিকা দেওয়ান। এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন পাহাড়ি ছাত্র পরিষেদের জেলা সভাপতি শান্ত চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা

ইউপিডিএফ সংগঠক লালন চাকমা চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের জনগণের মতামত ও ন্যায্য অধিকারকে অবজ্ঞা করে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়ে তড়িঘড়ি করে বিতর্কিত ‘পঞ্চদশ সংশোধনী’ কালো আইন পাস করা হয়।
তিনি বলেন, একজন বাঙালি যেমন পাহাড়ি হতে পারে না তেমনি একজন পাহাড়ি কখনো বাঙালি হতে পারে না। আমরা নিজ নিজ জাতিগত পরিচয় নিয়ে বেঁচে থাকতে চাই। এই জাতিগত পরিচয় দেওয়ার অধিকার যে সংবিধান কেড়ে নেয় সেই সংবিধান আইন আমরা প্রত্যাখ্যান করি। তিনি তার বক্তব্যে পঞ্চদশ সংশোধনীর কপি পুড়িয়ে ফেলার আহ্বান জানালে সমাবেশ উপস্থিত লোকজন পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে মুহুর্মুহু শ্লোগান দেন। এ সময় সমাবেশের ব্যানারের সামনে পিসিপি’র জেলা সভাপতি শান্ত চাকমা বিতর্কিত ‘পঞ্চদশ সংশোধনী’র কপি পুড়িয়ে ফেলেন।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কনিকা দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণের আত্মপরিচয় নিয়ে বেঁচে থাকার ন্যূনতম অধিকারও পঞ্চদশ সংশোধনীর মধ্যমে কেড়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তিনি শাসকগোষ্ঠির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করার ও সচেতন থাকার আহ্বান জানান।
তিনি পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য্যকে বিনষ্ট করার জন্য পর্যটন স্পট করা হচ্ছে এবং একই সাথে সেখানে জুম্ম মেয়েদের খারাপ পথে ধাবিত করা হচ্ছে বলে মন্তব্য করেন।
সমাবেশ থেকে বক্তরা অবিলম্বে পঞ্চদশ সংশোধনী বাতিল করে সংবিধানে সকল সংখ্যালঘু জাতিসত্তর সাংবিধনিক স্বীকৃতির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।