খাগড়াছড়িতে বিমল ত্রিপুরাকে হত্যা ও আলীকদমে ম্রোদের ওপর হামলার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ

0


দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়িতে ভূমি বেদখলের উদ্দেশ্যে আব্দুল বাশির গং কর্তৃক পাহাড়িদের ওপর হামলা ও বিমল ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে এবং আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী কুখ্যাত ডাকাত জাফর আলম গংদের গ্রেফতার ও বিচারের দাবিতে দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), দীঘিনালা উপজেলা শাখা।

আজ রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টার দিকে দীঘিনালা জোড়াব্রীজ এলাকায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে পিসিপি’র খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি অনিমেষ চাকমা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।


অনিমেষ চাকমা খাগড়াছড়ির কমলছড়িতে সেটলারদের হামলা ও বিমল ত্রিপুরাকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি বলেন, পাহাড়ে প্রতিনিয়ত এমন হামলা, ভূমি বেদখল, নারী ধর্ষণ, হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। কিন্তু সরকার-প্রশাসন হামলাকারী সেটলারদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়ায় তারা বহাল তবিয়তে থেকে বার বার এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। গত ১৪ জানুয়ারি খাগড়াছড়ির কমলছড়িতে বর্বরোচিত হামলার পর ১৭ জানুয়ারি বান্দরবানের আলীকদমে ম্রো জনগোষ্ঠির ওপর হামলার ঘটনা ঘটেছে। তবুও সরকার একবারেই নিশ্চুপ।


ইউনুস সরকার পাহাড়ের পরিস্থিতি অস্থিতিশীল করে রেখেছে মন্তব্য করে তিনি বলেন, চলমান সেনাবাহিনীর দুঃশাসন পাহাড়ে সাম্প্রদায়িক হামলাসহ নানা দমন-পীড়ন চলছে। ইউনূসের অন্তর্বর্তী সরকার পূর্বের ফ্যাসিস্টদের ন্যায় পাহাড়ে শাসন-শোষণ চালাচ্ছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই পাহাড়ে বড়সড় বেশ কয়েকটি সাম্প্রদায়িক হামলা ও নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হলেও সরকার কোন ঘটনারাই বিচার করতে পারেনি।

সমাবেশ থেকে তিনি অবিলম্বে খাগড়াছড়ির কমলছড়িতে পাহাড়িদের ওপর হামলা ও বিমল ত্রিপুরা হত্যাকাণ্ড এবং আলীকদমের ম্রোদের ওপর হামলাকারী সকলকে দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More