খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

খাগড়াছড়ি ।। খাগড়াছড়ি সদর উপজেলার গুগড়াছড়ি ধর্মসূখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধা মহাথেরকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে খাগড়াছড়ি শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন।
আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি ২০২২) সকালে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং এলাকার লোকজন অংশগ্রহণ করেন।

সুমনা মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে ভদন্ত বিশুদ্ধা মহাথের হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে প্রচলিত আইনানুযায়ী বিচার ও অপরাধীদের যথোপযুক্ত শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত রবিবার (৩০ জানুয়ারি ২০২২) দিবাগত মধ্যরাতে গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারে লুটপাট শেষে অধ্যক্ষ বিশুদ্ধা মহাথেরকে নুশংসভাবে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ এখনো ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন