খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ

রামগড় প্রতিনিধি ।। খাগড়াছড়ির গুগড়াছড়িতে ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধ মহাথেরোকে নৃশংসভাবে হত্যা ও চট্টগ্রামে জ্ঞানজ্যোতি ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদে করার রামগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ ফেব্রয়ারি ২০২২) সকাল ৯টায় রামগড় এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এলাকার কারবারি সনাতন চাকমা ও সুরেশ চাকমা।
বক্তারা খাগড়াছড়িতে ধর্মীয় গুরু বিশুদ্ধা মহাথেরোকে হত্যার চার দিন অতিবাহিত হওয়ার পরও প্রশাসন খুনিদের গ্রেফতার না করায় উদ্বেগ প্রকাশ করেন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের ক্ষমতাসীন সরকার নিজেদের অসাম্প্রদায়িক হিসেবে পরিচয় দিলেও এদেশের সংখ্যালঘু জাতিসত্তাগুলো বার বার সাম্প্রদায়িক হামলার শিকার হচ্ছে। ধর্মীয় গুরুরাও এই হামলা ও হত্যাকাণ্ড থেকে রেহাই পাচ্ছেন না। কিন্তু সরকার হামলাকারী দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক কোন শাস্তি না দিয়ে নানাভাবে মদদ যুগিয়ে থাকে। ফলে অপরাধীরা বার বার এ ধরনের হামলা সংঘটিত করার সাহস পেয়ে থাকে। যদি সুষ্ঠু বিচার ও অপরাধীদের সাজা হতো তাহলে এদেশের সংখ্যালঘুরা এমন ঘটনার শিকার হতো না।
তারা বলেন, আমরা এদেশকে প্রকৃত ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই। দেশের সকল জনগণ যাতে নির্ভয়ে নিজ নিজ ধর্মকর্ম পালন করতে পারে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে বিশুদ্ধা মহাথেরোর হত্যাকারী ও চট্টগ্রামে জ্ঞান জ্যোতি ভিক্ষুর ওপর হালাকারী দুর্বৃত্তদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন