খাগড়াছড়িতে শহীদ বিপুল-সুনীল-লিটন-রুহিনের প্রতি শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
খাগড়াছড়িতে শহীদ বিপুল-সুনীল-লিটন-রুহিনের ২য় শহীদ বার্ষিকীতে তাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মী, শহীদ পরিবারবর্গ ও সাধারণ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল ৬ টায় খাগড়াছড়ি সদর এলাকায় অস্থায়ী স্মৃতিস্তম্ভে চার শহীদের প্রতিকৃতিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিঠুন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা, শহীদ লিটন চাকমার বড় ভাই সুজ্যোতি চাকমা। এছাড়া ইউপিডিএফভুক্ত তিন সংগঠনের অন্যান্য নেতা-কর্মীসহ এলাকার সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, ২ বছর আগে ২০২৩ সালের ১১ ডিসেম্বর পানছড়ি উপজেলার পুজগাঙের অনিলপাড়ায় সেনাসৃষ্ট ঠ্যাঙাড়ে নব্য মুখোশ সন্ত্রাসীরা পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন ত্রিপুরাকে নৃশংসভাবে হত্যা করে।
এই হত্যাকাণ্ডের ২ বছরেও ঘটনায় জড়িত সন্ত্রাসীদের কাউকে এখনো গ্রেফতার করা হয়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
