খাগড়াছড়িতে শহীদ ভরদ্বাজ মুনি চাকমা’র স্মরণে প্রদীপ প্রজ্বলন

0


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনের প্রথম শহীদ ভরদ্বাজ মুনি চাকমা’র আত্মবলিদানের ৩৩তম বার্ষিকীতে তাঁর স্মরণে খাগড়াছড়িতে প্রদীপ প্রজ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।

আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৬টায় খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া এলাকায় এই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরু করার আগে শহীদ ভরদ্বাজ মুনি চাকমার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন ও দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক স্বপন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা।

তিনি বলেন, ১৯৯২ সালে ১৩ অক্টোবর দীঘিনালা সদরে পাহাড়ি ছাত্র পরিষদের আয়োজিত ছাত্র-গণসমাবেশে যোগ দিতে গিয়ে মাইনি ব্রিজের নিকটে সেনা মদদপুষ্ট সেটলারদের হামলায় শহীদ হন ৭০ বছর বয়সী ভরদ্বাজ মুনি চাকমা। ওই ঘটনায় অর্ধশতাধিক পাহাড়ি নারী-পুরুষ আহত হয়েছিলেন।


প্রাঞ্জন চাকমা আরো বলেন, শহীদ ভরদ্বাজ মুনি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিনাশী প্রতীক। তাঁর আত্মত্যাগের চেতনা আজও আমাদের ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা জোগায়।

তিনি শহীদ ভরদ্বাজ মুনি চাকমার আত্মবলিদানের চেতনায় উজ্জীবিত হয়ে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More