খাগড়াছড়িতে শিক্ষার্থীদের গ্রাফিতি অঙ্কন, মুছে দেয়া হলো কল্পনা চাকমাকে নিয়ে আঁকা গ্রাফিতি

মুছে দেয়ার আগে ও পরে কল্পনা চাকমাকে নিয়ে আঁকা গ্রাফিতি
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১০ আগস্ট ২০২৪
খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে শিক্ষার্থীরা এঁকেছেন নানা গ্রাফিতি।
আজ শনিবার (১০ আগস্ট ২০২৪) সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের নানা ভাবনা গ্রাফিতিতে তুলে ধরেন। আগামীকালও এই কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।
এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১৯৯৬ সালে অপহৃত হওয়া কল্পনা চাকমাকে নিয়েও এঁকেছেন গ্রাফিতি। তারা কল্পনা চাকমার চোখ বাঁধা প্রতিকৃতি অঙ্কন করেন। প্রতিকৃতির সাথে জুড়ে দেওয়া হয় ‘ কল্পনা চাকমা ১৯৯৬?’ প্রশ্নবোধক সম্বলিত লেখা।

কল্পনা চাকমার প্রতিকৃতি সম্বলিত গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা
এছাড়া “পাহাড়ের মুক্তি কবে?” “পাহাড় বাঁচাও, দেশ বাঁচাও’ ইত্যাদি লেখা গ্রাফিতিসহ বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের নিয়ে নানা গ্রাফিতি দেখা গেছে।
তবে গ্রাফিতি আঁকার কিছুক্ষণ পরই কে বা কারা কল্পনা চাকমার প্রতিকৃতিযুক্ত গ্রাফিতিটি মুছে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে ‘পাহাড় বাঁচাও’… লেখাটিও মুছে দেয়া হয়েছে।
কল্পনা চাকমাকে নিয়ে আঁকা গ্রাফিতি মুছে দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে ফেসবুকে নানা সমালোচনা চলছে। অনেকে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।