খাগড়াছড়িতে সেনা অভিযানের আপডেট: অন্তত ১৮ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি!

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুমার ধন পাড়ায় সেনাবাহিনীর সদস্যরা অন্তত ১৮ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে।
জানা যায়, আজ শনিবার (১৮ অক্টোবর ২০২৫) ভোর ৪টার দিকে সেনাবাহিনীর একটি দল কুমার ধন পাড়ায় প্রবেশ করে সাধারণ জনগণকে হয়রানিমূলক নানা জিজ্ঞাসাবাদ করে ও বাড়ি বাড়ি তল্লাশি চালায়। তারা বাড়িতে বড় কোন পাতিল দেখলে ‘এটা কার?’ বলে জিজ্ঞাসা করে।
সেনারা অন্তত ১৮ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যাদের ঘরবাড়িতে তল্লাশি চালানো হয়েছে তারা হলেন- ১। জনাধন ত্রিপুরা(৫৭), ২। বিনয় কুমার ত্রিপুরা(৬০), ৩। বিনোইফা ত্রিপুরা(৩৭), ৪। কার্বারী ত্রিপুরা(৬০), ৫। অঞ্জলিফা ত্রিপুরা(৩৬), ৬। মিকেলমা ত্রিপুরা(৩৬), ৭। মাধবমা ত্রিপুরা(৪০), ৮। মাছাংমা ত্রিপুরা, ৯। গোনিলাফা ত্রিপুরা(৪৫), ১০। বিনোই ফা ত্রিপুরা(৬৫), ১১। বয়রফা ত্রিপুরা(২৬), ১২। বিতাফা ত্রিপুরা(৬৩), ১৩। হিয়ামা ত্রিপুরা(৩৫), ১৪। সোনালী ফা ত্রিপুরা(৩৫), ১৫। চিন্তাফা ত্রিপুরা(৬০), ১৬। কবিতাফা ত্রিপুরা(৩৫), ১৭। নদীকাফা ত্রিপুরা(৪০), ১৮। দেবারনিফা ত্রিপুরা(৪০)।
সেনারা চালসহ রান্না-বান্নার সরঞ্জাম নিয়ে সেখানে অবস্থান করছে। এছাড়া সকালে গিরিফুল বাউড়াপাড়া বৌদ্ধ বিহার এলাকায় অবস্থানকারী সেনা দলটিও কুমারধন পাড়ায় গিয়ে মিলিত হয়েছে। অপরদিকে খাগড়াছড়ি সদর থেকে আরো দুই গাড়ি সেনা সদস্য সেখানে যাওয়ার বলে তথ্য পাওয়া গেছে। ফলে সেনারা আরো বড় ধরনের অভিযান পরিচালনা করতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
সেনাদের সাথে ঠ্যাঙাড়ে মোত্তালেব বাহিনীর দুই সদস্যও রয়েছে বলে খবর পাওয়া গেছে।
এলাকাবাসী ধারণা করছেন, গতকাল শুক্রবার গুইমারার ৩ শহীদের স্মরণে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন স্থানে এলাকাবাসী বৌদ্ধ বিহার, হিন্দু মন্দির ও গীর্জায় প্রার্থনা সভার আয়োজন করেছিল। এরই প্রেক্ষিতে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করছে।
সেনাদের এমন অভিযানের কারণে এলাকার জনগণ আতঙ্কের মধ্যে রয়েছেন। এলাকাবাসী অবিলম্বে হয়রানিমূলক সেনা অভিযান বন্ধের দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।